—প্রতিনিধিত্বমূলক চিত্র।
বিহারের পরে এ বার ঝাড়খণ্ড। স্কুল শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে বাংলার ছেলেমেয়েরা ফের পড়শি রাজ্যে যাচ্ছেন। আজ, বৃহস্পতিবার থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত রাঁচীর বিভিন্ন অনলাইন পরীক্ষা কেন্দ্রে চলবে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের ‘ঝাড়খণ্ড ট্রেনড মাধ্যমিক আচার্য কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা ২০২৫’ (নবম-দশম ও একাদশ-দ্বাদশ)। বুধবারই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে অনেকে রওনা দিয়েছেন।
২০১৬ সালে এসএসসি-র মাধ্যমে রাজ্যে শেষ শিক্ষক নিয়োগ হয়েছিল। সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ, কেন্দ্রীয় সংস্থার তদন্ত, আদালতের নির্দেশে প্যানেল বাতিল করে নতুন করে নিয়োগের পরীক্ষা পর্ব মিটেছে। এখন নিয়োগের প্রক্রিয়া চলছে। কিন্তু নিয়োগ নিয়ে নানা প্রশ্ন থাকায় চাকরির সন্ধানে পড়শি রাজ্যে যাওয়া বন্ধ হয়নি।
গত এপ্রিলে বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির অধীনে স্কুল শিক্ষক নিয়োগের পরীক্ষা বা ‘এসটেট ৪’ এবং মাস খানেক আগে সে রাজ্যেই ‘এসটেট ৫’ দিতে এ রাজ্য থেকে অনেকে গিয়েছিলেন। এ বার বাংলা, উর্দু, সাঁওতালি, মুন্ডারি, কুড়মালি, উড়িয়া, কম্পিউটার সায়েন্স, দর্শন, ভূগোল, কৃত্রিম বুদ্ধিমত্তা-সহ প্রায় ২৩টি বিষয়ে ১,৩৭৩ জন শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে গত জুন-জুলাইয়ে আবেদন চাওয়া হয়। প্রথম ধাপে পেপার ১-এ এমসিকিউ (মাল্টিপল চয়েস) ধাঁচে পরীক্ষা হবে। পরের ধাপে উত্তীর্ণদের বিষয়ভিত্তিক পরীক্ষা হবে ‘এমসিকিউ’ ধাঁচে। সাক্ষাৎকার হবে না। বিষয়ের পরীক্ষার মেধাতালিকার ভিত্তিতেই নিয়োগ হবে। পুরুলিয়ার পাড়া থানার বাসিন্দা যাদব বৈষ্ণব, সাঁতুড়ির দেবাশিস মণ্ডল বলেন, ‘‘লক্ষাধিক টাকা খরচ করে বিএড করে বসে আছি। অথচ, এ রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়মিত হচ্ছে না। বাধ্য হয়ে ভিন্ রাজ্যে ভাগ্যান্বেষণে যেতে হচ্ছে।’’ বাঁকুড়ার ইঁদপুরের শোভন মোদকের কথায়, ‘‘আবার এ রাজ্যে কবে শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে, কে জানে! তাই ঝাড়খণ্ডে যাচ্ছি।’’ উত্তর দিনাজপুরের হেমতাবাদের পরীক্ষার্থী আব্দুল রাকিব বলেন, ‘‘আমাদের রাজ্যে চাকরি নেই বলেই বিহার, ঝাড়খণ্ড-সহ যেখানে সুযোগ পাচ্ছি, পরীক্ষা দিচ্ছি।’’
প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুভাষ সরকারের কটাক্ষ, ‘‘এ রাজ্যে শ্রমের মূল্য নেই। তাই পরিযায়ী শ্রমিক বাড়ছে। মেধাও ভিন্ রাজ্যের মুখাপেক্ষী। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল না হলে, এই হার আরও বাড়বে।’’ তৃণমূলের রাজ্য সম্পাদক সৌমেন বেলথরিয়া পাল্টা বলেন, ‘‘ঝাড়খণ্ডে শুধু পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাই পরীক্ষা দিতে যাচ্ছে, এমনটা নয়। বিজেপি-শাসিত রাজ্যগুলি থেকেও অনেকে পরীক্ষা দিতে যাবেন। আমাদের রাজ্যেও এসএসসি পরীক্ষা দিতে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ থেকে পরীক্ষার্থীরা এসেছিলেন।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে