Babil Khan Break Down

‘দাড়িতে উকুন পুষেছি, হাতের শিরা কেটেছি আপনাকে খুশি করতে! আর আপনি’, কাকে বললেন বাবিল?

কেন বাবিল খান সমাজমাধ্যমে এসে ভেঙে পড়লেন? কার জন্যই বা হাতের শিরা কেটেছেন তিনি? সে কথা জানালেন নিজেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১১:১৯
Share:

বাবিল খান একহাত নিলেন সাঁই রাজেশকে। ছবি: সংগৃহীত।

একের পর এক বিস্ফোরক মন্তব্যে সমাজমাধ্যম টালমাটাল। একের পর এক অভিযোগ উগরে দিচ্ছেন অভিনেতা বাবিল খান। কান্নায় ভেঙে পড়ে এক ভিডিয়োতে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অনন্যা পাণ্ডে, অর্জুন কপূর, সিদ্ধান্ত চতুর্বেদী, শানায়া কপূর, রাঘব জুয়াল, আদর্শ গৌরবকে! বাদ যাননি গায়ক অরিজিৎ সিংহও! বাবিলের অভিযোগ, “বলিউড একটা জঘন্য জায়গা। বলিউডের লোকজন খুবই রূঢ়।” তাঁর আরও দাবি, “এই বলিউডেই শানায়া কপূর, অনন্যা পাণ্ডে, অর্জুন কপূরদের মতো লোকজন রয়েছেন। এমনকি অরিজিৎ সিংহ। আরও এমন অনেক নাম রয়েছে। বলিউড একটা খুব খারাপ জায়গা। এখানে সবাই খুব রূঢ়।”

Advertisement

এ বার তিনি কাঠগড়ায় তুললেন চলচ্চিত্র নির্মাতা সাই রাজেশকে। তিনি সমাজমাধ্যমে এই প্রজন্মের অভিনেতাকে ভর্ৎসনা করতেই ইরফান খান-পুত্রের দাবি, “দাড়িতে উকুন পুষেছি, হাতের শিরা কেটেছি শুধু আপনাকে খুশি করতে! আর আপনি...!”

যতই সমাজমাধ্যম থেকে বাবিলের কান্নাভরা ভিডিয়ো পোস্ট মুছে দিন তিনি এব‌ং তাঁর সহযোগী দল, তত ক্ষণে সেটি ভাইরাল। প্রত্যেকে উদ্বিগ্ন তাঁকে নিয়ে। অনন্যা, সিদ্ধান্ত, রাঘব-সহ অনেকেই এর পর মুখ খোলেন। অভিনেতা-পুত্রকে সমর্থন জানান। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করে দেওয়ার পর ফের সেটি চালু করেন। প্রত্যেককে কৃতজ্ঞতা জানান তাঁর পাশে থাকার জন্য। বলেন, “যাঁদের নাম করেছি তাঁরা বরাবর আমার পাশে থেকেছেন। তাই ধন্যবাদ জানাতে তাঁদের নাম করেছি।”

Advertisement

সঙ্গে সঙ্গে পরিচালক সাই রাজেশ প্রতিবাদ জানান। তাঁর প্রশ্ন, তিনি এবং বাকি যাঁরা নীরবে এত দিন বাবিলের পাশে থাকলেন, সমর্থন জানালেন— তাঁরা কেউ নন? তাঁরা কি তা হলে এত দিন ধরে বোকামি করলেন? তিনি এ-ও দাবি করেন, ভিডিয়োতেই হয়তো বাবিল সত্যি বলেছিলেন। এখন হয়তো ধামাচাপা দিতে তিনি এই কথা বলতে বাধ্য হচ্ছেন।

এর পরই নতুন করে ক্ষোভ উগরে দেন ‘কালা’ অভিনেতা। তিনিও মন্তব্য বিভাগে পাল্টা লেখেন, “আপনার ছবির জন্য জীবনের দুটো বছর ত্যাগ করেছি। চরিত্র জীবন্ত করতে কী না করেছি! নোংরা হয়ে থেকেছি। আমার দাড়িতে উকুন। তবু পাত্তা দিইনি। প্রত্যেক মুহূর্ত চরিত্র হয়ে বেঁচেছি। নিজের ভালমন্দের দিকে খেয়াল করিনি।” তাঁর আরও দাবি, “শুধু আপনাকে খুশি করতে চোখের জল লুকিয়ে হেসেছি। আপনার জন্য হাতের শিরা পর্যন্ত কেটেছি! আর আপনি...। আপনি আমার হৃদয় ভেঙে দিলেন।”

পরে এই বক্তব্যও মুছে দেন ‘লগ আউট’ অভিনেতা। প্রসঙ্গত তিনি সাঁই রাজেশের দু’টি ছবিতে কাজ করেছেন। ভারত-আমেরিকা যৌথ ভাবে ‘যক্ষী’ নামের একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি বানিয়েছিল। সেখানে অভিনয় করেছিলেন ইরফান-পুত্র। দ্বিতীয়টি সিরিজ় ‘ফ্রাইডে নাইট প্ল্যান’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement