Bachchan Family

অশান্তির জল্পনার মধ্যেই একসঙ্গে, একমঞ্চে বচ্চন পরিবার! দেখা গেল ঐশ্বর্যকেও

অমিতাভ, জয়া বচ্চন তো বটেই, অগস্ত্যকে উৎসাহ দিতে এ দিন মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির হয়েছিলেন অভিষেক, ঐশ্বর্য রাই বচ্চনও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩ ১১:৫৮
Share:

(বাঁ দিক থেকে) মঞ্চে অভিষেক, আরাধ্যা, ঐশ্বর্য এবং অগস্ত্য।

জল্পনায় জল ঢেলে ‘দি আর্চিজ়’-এর প্রিমিয়ারে একসঙ্গে উপস্থিত হল গোটা বচ্চন পরিবার। শ্বেতা বচ্চন নন্দার ছেলে অগস্ত্যর প্রথম ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন তাঁর পরিবারের সব সদস্য। অমিতাভ, জয়া বচ্চন তো বটেই, অগস্ত্যকে উৎসাহ দিতে এ দিন মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির হয়েছিলেন অভিষেক, ঐশ্বর্য রাই বচ্চনও।

সম্প্রতি সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে ঝামেলার কারণে বচ্চন পরিবারের সদস্যদের মধ্যে চলা অশান্তির খবর ঘোরাফেরা করছিল ইন্ডাস্ট্রিতে। অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কও ভাল যাচ্ছে না বলে মনে করা হচ্ছিল। তবে এ বার পরিবারের স্বার্থেই তাঁরা একমঞ্চে। রং মিলিয়ে পোশাকও পরেছিলেন তাঁরা। পাশাপাশি দাঁড়িয়ে সকলে মিলে ছবিও তোলেন। এই অনুষ্ঠানে যাবেন বলেই অমিতাভ বা জয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে আসতে পারেননি।

‘দি আর্চিজ়’-এ অভিনয় করেছেন সুহানা খান, খুশি কপূর-সহ একাধিক তারকা-সন্তান। ছবির প্রিমিয়ারে তাই উপস্থিত ছিলেন বলিউডের তাবড় তারকারা। এই মঞ্চে বচ্চন পরিবারের এক হওয়া কি তা হলে তাঁদের অভ্যন্তরের জটিলতা কাটার ইঙ্গিতবাহী? নাকি, পরিবারে ভাঙন নিয়ে তৈরি হওয়া আলোচনাকে থামাতেই সকলে মিলে একমঞ্চে উপস্থিত হলেন? উত্তর দেবে সময়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন