Ziaul Faruq Apurba

বাংলাদেশের অভিনেতা অপূর্ব ভিসা পেয়ে ভারতে আসতে পারলেন না কেন?

বিমানের টিকিট কাটা, ভিসার বন্দোবস্ত হয়ে গিয়েছিল। নিজের প্রথম ছবি ‘চালচিত্র’-র মুক্তির দিন থাকার কথা থাকলেও শেষে ভারতে এসে পৌঁছতে পারলেন না অপূর্ব।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৩
Share:

‘চালচিত্র’ ছবিতে টলিউডে অভিষেক, তবু মুক্তির দিন আসতে পারলেন না অপূর্ব। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জ়িয়াউল ফারুক অপূর্ব। ঢালিউডে বহু নাটকে অভিনয় করেছেন তিনি। কিন্তু বড় পর্দায় সুযোগ মেলেনি। এত লম্বা কাজের পরে এ বার সুযোগ মিলল সিনেমায়, তা-ও আবার এ পার বাংলায়। প্রতিম ডি গুপ্তের ছবি ‘চালচিত্র’-র মাধ্যমে বড় পর্দার পাশপাশি টলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেতা। ২০ সেপ্টম্বর ছবিমুক্তি। কথা ছিল এ দিন কলকাতায় আসবেন, স্ক্রিনিংয়েও উপস্থিত থাকবেন। কিন্তু সে আর হল কই? ভারতে আসা হচ্ছে না অভিনেতার। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কথা সকলেরই জানা। যদিও নিজের সমাজমাধ্যমের পাতায় কয়েক ঘণ্টা আগেও ছবিমুক্তি নিয়ে লিখেছেন তিনি। ভারতে আসার ভিসা পর্যন্ত পেয়ে গিয়েছিলেন। তার পরও ভারতে আসা হল না কেন অপূর্বের?

Advertisement

বাংলাদেশে জুলাই মাসের পর থেকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বদল ঘটেছে। যদিও দুই দেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে অবাধ বিচরণ এখনও অব্যাহত। যদিও বাংলাদেশের নতুন সরকার গঠনের পর এ দেশে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’ মুক্তি পেয়েছিল। সেই সময়েও নিজের ছবির মুক্তিতে উপস্থিত থাকতে পারেননি চঞ্চল। এ বার অপূর্বের ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃত্তি। সূত্রের খবর, প্রায়শই নাকি হুমকি মিলছে সেখানকার তারকাদের। সেই কারণে সব ঠিকঠাক থাকা সত্ত্বেও নিজের প্রথম ছবির প্রিমিয়ারে থাকতে পারলেন না অপূর্ব। দিন কয়েক আগেই একটি সিরিজ়ের শুটিং করতে গিয়ে আহত হন অপূর্ব। হাসপাতালেও ভর্তি হতে হয় তাঁকে। কিন্তু ছয় দিন আগে নিজের সমাজমাধ্যমে অভিনেতা জানিয়েছেন তিনি সুস্থ আছেন। অপূর্ব ছাড়াও বাংলাদেশে অভিনেত্রী পরীমণির একটি ছবি মুক্তি পাওয়ার কথা হচ্ছে এ পার বাংলায়। ছবির শুটিং শেষ, ছবির মুক্তির সময় পরীমণিও কি আসতে পারবেন ভারতে! সেই নিয়ে আশঙ্কা রয়েই যাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement