Khadaan

‘খাদান’ মুক্তিতে বার্তা জিতের, দেবকে বাংলা সিনেমা নিয়ে কোন উপদেশ দিলেন ‘বস’?

দেবের ছবি ‘খাদান’ মুক্তির দিন বার্তা এল জিতের তরফ থেকে। রইল দেবের জন্য কোন বিশেষ অনুরোধ?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৩:২০
Share:

দেবকে কোন উপদেশ দিলেন জিৎ? গ্রাফিক-আনন্দবাজার অনলাইন।

বড় পর্দায় তাঁরা নাকি একে অপরের প্রতিপক্ষ! কিন্তু বাস্তবে তাঁরা বরাবরই একে অন্যের প্রতি সৌজন্য দেখিয়ে এসেছেন। সামনেই বড়দিন, লম্বা ছুটি। এক দিকে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ‘পুষ্পা ২’। এর মাঝে মুক্তি পাচ্ছে একসঙ্গে চারটি বাংলা সিনেমা। দেবের ‘খাদান’। রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’। প্রতিম ডি গুপ্তের ‘চালচিত্র’ ও মানসী সিন্হার ‘৫ নং স্বপ্নময় লেন’। ইতিমধ্যেই হল পাওয়া নিয়ে দড়ি টানাটানি চলছে। যদিও এ ক্ষেত্রে এই মুহূর্তে দেব বাকিদের থেকে এগিয়ে। সব থেকে বেশি সংখ্যক হল পেয়েছে ‘খাদান’। ইতিমধ্যেই নজিরও গড়েছে দেবের ছবি। এত দিন যা হিন্দি বা দক্ষিণী ছবির জন্য হত, সেটাই করে দেখিয়েছেন দেব। এই প্রথম বার কোনও বাংলা ছবির ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ হল মধ্যরাতে। দেবের ছবিমুক্তিতে বার্তা এল জিতের তরফ থেকে। রইল দেবের জন্য বিশেষ অনুরোধ।

Advertisement

দর্শক নাকি বাংলা সিনেমা বিমুখ। অন্য ধারার ছবি ছাড়া মূল ধারার বাণিজ্যিক ছবি তেমন ছাপ রাখতে পারছে না বক্স অফিসে। তার প্রভাব সামগ্রিক ভাবে পড়েছে ইন্ডাস্ট্রিতে। এ বার যেন দর্শককে হলমুখী করতে কোনও কসুর করছেন না দেব। মাঝে অন্য ধারার পারিবারিক ছবি করেছেন দেব। এ বার স্বমহিমায় বড় পর্দায় ফিরছেন অভিনেতা। ইতিমধ্যেই দেবের সংলাপ ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কী ভাবছিস, অ্যাকশনটা ভুলে গেছি?’ ভাইরাল সমাজমাধ্যমে। অগ্রিম বুকিংয়ের দিক থেকে ‘খাদান’ অন্য ছবিগুলিকে পিছনে ফেলে দিয়েছে। দেবকে ফের মূল ধারার বাণিজ্যিক ছবিতে ফিরতে দেখে জিৎ লিখলেন, ‘‘এই ছবির সকলকে শুভেচ্ছা। দেবকে আরও বেশি করে বাণিজ্যিক ঘরানার ছবিতে দেখতে চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement