Apu Biswas Row

জামিন পেতে তড়িঘড়ি আদালতে আত্মসমর্পণ! খুনের চেষ্টার অভিযোগ থেকে কি রেহাই পেলেন অপু?

খবর, ও পার বাংলার উচ্চ আদালতের নির্দেশ মেনেই রবিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন বাংলাদেশের নায়িকা। তার পরে কী হল?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৮:১৪
Share:

জামিন পেলেন অপু বিশ্বাস। ছবি: ফেসবুক।

অপু বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামে এক ব্যক্তিকে খুনের চেষ্টা করেছিলেন। এই অভিযোগ তাঁর একার বিরুদ্ধে নয়। ঘটনার পরে ভাটারা থানায় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরত ফারিয়া, অভিনেতা জায়েদ খান-সহ ১৭ জন তারকাকে আসামি হিসেবে চিহ্নিত করে মামলা দায়ের হয়েছিল। রবিবার ঢাকা হাই কোর্টের নির্দেশ মেনে নিম্ন আদালতে গিয়ে আত্মসমর্পণ করে সেই মামলায় জামিন পেলেন অপু।

Advertisement

ও পার বাংলার একাধিক সংবাদমাধ্যমে প্রকাশ, এ দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি। এর আগে অভিনেত্রী ২ জুন হাই কোর্ট থেকে ছ’সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে। তাই উচ্চ আদালতের নির্দেশ মেনে নিম্ন আদালতে নিজে উপস্থিত হয়ে জামিননামা দাখিল করেন। আদালত শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করে। প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ওয়াহিদুজ্জামানের আদালতে উপস্থিত হয়ে অপু জামিনের আবেদন করেন।

এ প্রসঙ্গে নায়িকার আইনজীবী বলেছেন, “ভাটারা থানার একটি হত্যার চেষ্টার মামলায় নায়িকা অপু বিশ্বাস গত ২ জুন হাই কোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান। জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী অপু সিএমএম আদালতে সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করেছেন। শীঘ্রই আমরা আত্মসমর্পণ করে জামিন চাইব।” যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত অপু কোনও মন্তব্য করেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement