Pori Moni Controversy

‘উল্লুক, বেহায়া! ভাইরাল হতে চাও’, ছেলের ১০২ জ্বর, কাদের উপর রেগে আগুন পরীমণি?

ও পার বাংলার অন্যতম আলোচিত এবং বিতর্কিত অভিনেত্রী পরীমণি। তাঁকে কেন্দ্র করে নানা জনের নানা মন্তব্য। এ বার রেগে গেলেন নায়িকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ১২:০০
Share:

কেন রেগে গেলেন পরীমণি? ছবি: সংগৃহীত।

একের পর এক ঝড় বয়ে চলেছে বাংলাদেশি অভিনেত্রী পরীমণির উপর দিয়ে। কিছু দিন আগে নিজে অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে কেটেছিল কয়েকটা দিন। তার পর বাড়িতে ফিরতে না ফিরতেই অসুস্থ হয়ে পড়েছে তাঁর ছোট্ট ছেলে। এত কিছুর মাঝে সমাজমাধ্যমের পাতায় তাঁকে এবং তাঁর সন্তানদের নিয়ে কুমন্তব্যে রেগে আগুন ও পার বাংলার আলোচিত অভিনেত্রী। রাতে যখন জ্বরে কাবু তাঁর একরত্তি, তখন নায়িকার ছেলের জন্মদিনের রিল ভিডিয়ো পোস্ট করে একের পর এক নেতিবাচক মন্তব্যের ভিড় সমাজমাধ্যমের পাতায়। ছেলের ১০২ জ্বর, সেই অবস্থায় নোংরা মন্তব্য পড়ে নিজেকে ধরে রাখতে পারলেন না অভিনেত্রী। লিখলেন, ‘দাড়া করতেছি তোদের ভাইরাল জুতার বাড়ি দিয়ে...’। কী ঘটেছে?

Advertisement

গত ১০ অগস্ট ছিল নায়িকার ছেলের জন্মদিন। বিশেষ দিনে বড় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নায়িকা। তার আগে সমাজমাধ্যমের পাতায় লিখেছিলেন অনুষ্ঠানে যাঁরা উপস্থিত হবেন তাঁদের খয়েরি রঙের পোশাক পরতে হবে। সেই অনুযায়ী সেজেছিলেন নায়িকা এবং তাঁর দুই সন্তান। জন্মদিনের অনুষ্ঠানের অনেক রিল ভিডিয়ো সেই রাতেই পোস্ট হয়েছিল সমাজমাধ্যমের পাতায়। যেখানে কেউ লিখেছিলেন, “যত্ত সব আদিখ্যেতা।” কেউ মন্তব্য করেছিলেন, “এত টাকা কী ভাবে পান আপনি?”

যদিও ওই অনুষ্ঠানের পর সমাজমাধ্যমের পাতায় খুব বেশি সক্রিয় ছিলেন না পরী। কিন্তু চার দিন পর নেতিবাচক মন্তব্য পড়ে আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। উগরে দিলেন বিরক্তি। লিখলেন, “একান্ত নিজস্ব কাছের মানুষদের নিয়ে যেটা করতে চেয়েছিলাম। কিন্তু কিছু উল্লুক বেহায়ার মতো এসে রিল ভিডিয়ো তৈরি করেছে। তোমরা আজীবন খারাপই থাকবে। তোমরা ভাইরাল হতে চাও, জুতোর বাড়ি মেরে ভাইরাল করব।” ব্যক্তিগত কিছু কারণের জন্য সমাজমাধ্যম থেকে দূরে পরীমণি। নিজের দুই সন্তানকে নিয়ে আপাতত শান্তিতে থাকতে চান অভিনেত্রী। মনে করা হচ্ছে, ছেলের জন্মদিনের অতিথিদের মধ্যেই কেউ রিল বানিয়ে সমাজমাধ্যমে তা ভাইরাল করেছেন। তা নিয়েই ক্ষুব্ধ পরী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement