হাসপাতালে ভর্তি পরীমণি, কী হয়েছে তাঁর? ছবি: সংগৃহীত।
সোমবার রাতে আচমকাই শরীর খারাপ। বুকের ভিতরটা যেন ধড়ফড় করছে অভিনেত্রীর। এক মুহূর্তে দেরি না করেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রীকে। আচমকা বুকে ব্যথা। সেই কারণে চিকিৎসাধীন অভিনেত্রী। মঙ্গলবারও হাসপাতালে রাখা হয়েছে তাঁকে।
নায়িকার ঘনিষ্ঠ সূত্রের খবর, সোমবার বিকেল থেকে বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন অভিনেত্রী। সন্ধ্যার পর এ ব্যথা বাড়তে থাকে। এরপর চিকিৎসকের সঙ্গে কথা বলেন। সবকিছু শুনে চিকিৎসক দ্রুত তাঁকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। যাওয়ার পর প্রাথমিক চিকিৎসাসেবা শেষে চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শে রাতেই ভর্তি হন। মঙ্গলবার দুপুরে পরীমণির কয়েকটি প্রয়োজনীয় টেস্ট করানো হয়েছে। পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সোমবার বাংলাদেশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বায়ুসেনার একটি বিমান ভেঙে পড়ে। তার পর থেকে চারদিকি সন্তানহারা বাবা-মায়েদের হাহাকারের চিত্র। সেটা দেখে নিজেক ঠিক রাখতে পারেননি। নিজেও দুই সন্তানের মা। এমন বীভৎসতার ছবি দেখে ‘প্যানিক অ্যাটক’ শুরু হয় পরীমণির। সমাজমাধ্যমের পাতায় অভিনেত্রী লেখেন, ‘‘আগুনের একটু ট্রমা ছোটবেলা থেকে আছে। সেটা যে এখনও এত ভয়ঙ্কর ভাবে আছে, আগে বুঝতে পারিনি। গতকালের দুর্ঘটনায় ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিয়ো দেখে আমার খুব খারাপ ভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে ভর্তি করাতে হয়। বুকের ভেতর ধড়ফড় করে শুধু। আহা রে! এই শোক ওই মায়েরা কী ভাবে সহ্য করবে, আল্লাহ!’’