International

ভিডিও কলে স্বামীকে রেখেই মডেলের আত্মহত্যা

রিসিলা ঢাকার কয়েকটি ফ্যাশন হাউসের মডেল ছিলেন। গুলশনের সুবাস্তু টাওয়ারের ১০ তলার ফ্ল্যাটে স্বামী ও সাড়ে তিন বছরের মেয়েকে নিয়ে থাকতেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৭ ১৪:১৯
Share:

রিসিলা বিনতে ওয়াজের।— ফাইল চিত্র।

হোয়াট্‌সঅ্যাপের ভিডিও কলে মডেল ও অভিনেত্রী রিসিলা বিনতে ওয়াজের সঙ্গে কথা বলছিলেন তাঁর স্বামী ইমরুল কায়েস। হঠাৎ রিসিলা বললেন, ‘‘দেখ আমি কী করি?’’ এর পর ফোনে ভিডিও কল অন রেখেই ফাঁসিতে ঝুলে পড়লেন রিসিলা! এমন ভাবেই স্ত্রীর আত্মহত্যা চোখের সামনে দেখেছেন ইমরুল। পুলিশের কাছে তার বিবরণও দিয়েছেন তিনি। গত সোমবার বিকেলে ঢাকার গুলশনে নিজের বাড়িতে আত্মহত্যার এই চেষ্টার পরে রিসিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

রিসিলা ঢাকার কয়েকটি ফ্যাশন হাউসের মডেল ছিলেন। গুলশনের সুবাস্তু টাওয়ারের ১০ তলার ফ্ল্যাটে স্বামী ও সাড়ে তিন বছরের মেয়েকে নিয়ে থাকতেন তিনি। তাঁর স্বামী ইমরুল বায়িং হাউসের কর্মকর্তা। সে দিন কাজের সুবাদে তিনি তখন নরসিংদিতে ছিলেন।

আরও পড়ুন, সুনীলকে মিস করছি, বিস্ফোরক দাবি কপিলের সহকর্মীর

Advertisement

ইমরুল হাসান বলেন, ‘‘সোমবার বিকেলে রিসিলা নিজের মোবাইল ফোন থেকে আমাকে ভিডিও কল করে। কথা বলতে বলতে হঠাত্ ও আমাকে বলে, দেখ, আমি কী করি! এই বলে ফোনটা এক পাশে রেখে হাতে ওড়না নেয়। চেয়ারে দাঁড়িয়ে ফ্যানের সঙ্গে ওড়না বাঁধে। এর পর নিজের গলায় ফাঁস দেয়! এ পাশ থেকে সব কিছু দেখতে পাচ্ছিলাম। কিন্তু কী করব বুঝতে পারছিলাম না। সঙ্গে সঙ্গে শাশুড়িকে ফোন করে বিষয়টা খুলে বলি। এর পরে ওকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’’

আরও পড়ুন, হিন্দু মেয়েকে বিয়ে করায় হুমকি ফোন পেলেন আয়েশা তাকিয়ার স্বামী

ঢাকার পুলিশ জানিয়েছে, রিসিলা মাদকাসক্ত ছিলেন। মাদক নেওয়ায় বাধা দেওয়ায় ইমরুলের সঙ্গে অশান্তি শুরু হয়। কয়েক দিন আগে রাতে এক বন্ধু তাঁকে বাইরে মাদক সেবনের জন্য ডাকে। ইমরুল তাঁকে বাইরে যেতে বাধা দেন। সেই থেকেই ঝগড়া চলছিল। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন