প্রিয়ঙ্কাকে দেখেই স্ক্রিপ্ট বদলে ‘বেওয়াচে’ মহিলা ভিলেন!

প্রিয়ঙ্কা নন, ‘বেওয়াচে’ ভিলেনের চরিত্রে কোনও পুরুষকে নেওয়ার কথা ছিল পরিচালকের! প্রিয়ঙ্কাকে দেখার পরেই না কি সেই সিদ্ধান্ত বদলে যায়। পরিচালক সেথ জর্ডন ফিল্মে ভিলেনের চরিত্রে প্রিয়ঙ্কাকে নেওয়াই মনস্থির করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৩৬
Share:

প্রিয়ঙ্কা নন, ‘বেওয়াচে’ ভিলেনের চরিত্রে কোনও পুরুষকে নেওয়ার কথা ছিল পরিচালকের! প্রিয়ঙ্কাকে দেখার পরেই না কি সেই সিদ্ধান্ত বদলে যায়। পরিচালক সেথ জর্ডন ফিল্মে ভিলেনের চরিত্রে প্রিয়ঙ্কাকে নেওয়াই মনস্থির করেন।

Advertisement

টেলি সিরিয়াল ‘কোয়ান্টিকো’-র পর এই হলি ফিল্মে ভিলেনের চরিত্রে অভিনয় করবেন তিনি। তাঁর চরিত্র তেল ব্যবসায়ী ভিক্টোরিয়া লিডসের। তাঁর বিপরীতে রয়েছেন ডোয়েন জনসন। ছবিটি নিয়ে স্বভাবতই খুব উৎসাহী প্রিয়ঙ্কা। এই নিয়ে ফিল্মে তিনি তৃতীয়বারের জন্য ভিলেন হবেন। এর আগে ‘সাত খুন মাফ’ ও ‘এইতরাজ’-নামে দুই বলিউড ফিল্মে তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন।

Advertisement

আরও পড়ুন-ফার্স্ট লুকেই বাজিমাত্ করলেন বোল্ড রাই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement