চ্যালেজিং চরিত্র করতে জুরি নেই বেনেডিক্ট কাম্বারব্যাচের। এবার নাকি তাঁকে দেখা যাবে ৪০০ বছরের এক বৃদ্ধের চরিত্রে! বোঝাই যাচ্ছে, মেকআপ আর কম্পিউটার গ্রাফিক্সের অনেকটা কেরামতি থাকবে তাঁর চরিত্রের নির্মাণে। বেনে়ডিক্টের চরিত্রের নাম টম হ্যাজাড। ম্যাট হেগের ‘হাউ টু স্টপ টাইম’ বই থেকে তাঁর চরিত্রটা নেওয়া হয়েছে। যদিও বইটি এখনও প্রকাশিত হয়নি। বেনেডিক্টের হাতে গুচ্ছের ছবি। ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ এবং টমাস আলভা এডিসনের বায়োপিক ‘দ্য কারেন্ট ওয়ার’ নিয়ে এখন ব্যস্ত তিনি। তবে জুলাই মাস থেকেই নতুন ছবির কাজ শুরু করবেন।