New Hindi Mega

লক্ষ্য বলিউড, সৃজিতের ছবির পর হিন্দি ধারাবাহিকে পা রাখছেন অর্জুন! বিপরীতে কে?

ইদানীং বড় পর্দার অভিনেতারা ছোট পর্দাতেও সমান্তরাল ভাবেই কাজ করছেন। সম্প্রতি, জীতু কমল ফিরছেন, দিতিপ্রিয়া রায়ও। এ বার ফিরলেন অর্জুন। কেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৯:১১
Share:

বলিউডে পাড়ি অর্জুন চক্রবর্তীর। ছবি: সংগৃহীত।

শুনে বিশ্বাস না-ও হতে পারে, কিন্তু খবর সত্যি। সৃজিত মুখোপাধ্যায়ের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিতে অভিনয়ের পর ছোট পর্দায় ফিরছেন অর্জুন চক্রবর্তী! তবে বাংলা ধারাবাহিকে নয়। টলিউডে জনপ্রিয়তা কুড়িয়ে এ বার লক্ষ্য বলিউড। অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘পিঙ্ক’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় ছাড়া হিন্দি বিনোদন দুনিয়া তাঁকে সে ভাবে পায়নি। এ বার সেই ফাঁকও ভরাট হতে চলেছে। আনন্দবাজার অনলাইন তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল। অভিনেতা জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে কিছুই জানাতে পারবেন না।

Advertisement

অর্জুন মুখ না খুললেও এই নিয়ে বিস্তর চর্চা টেলিপাড়ায়। কারণ, নাম ঠিক না হওয়া ধারাবাহিকের চার দিনের শুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে কলকাতায়। যার মধ্যে দু’দিনের শুটিংয়ে অর্জুন ছিলেন। ধারাবাহিকের কাহিনিকার সাহানা দত্ত। তিনি কালার্স, ভায়াকমের সঙ্গে যৌথ প্রযোজক। অর্জুনের বিপরীতে দেখা যাবে শ্রুতি বিস্তকে। পারিবারিক গল্প এই ধারাবাহিকের মুখ্য আকর্ষণ। পরিচালনায় রবি ভূষণ। কলকাতা-মুম্বই মিলিয়ে শুটিং হবে। এ-ও শোনা যাচ্ছে, কলকাতাকে কেন্দ্র করেই নাকি এগোবে গল্প।

ইদানীং বড় পর্দার অভিনেতারা ছোট পর্দাতেও সমান্তরাল ভাবেই কাজ করছেন। সম্প্রতি, জীতু কমল ফিরছেন, দিতিপ্রিয়া রায়ও। এ বার ফিরলেন অর্জুন। কেন? টেলিপাড়া বলছে, ধারাবাহিকে উপার্জনের নিশ্চয়তা রয়েছে। কম করে দু’মাস একটি ধারাবাহিক চললেও ৬০ দিনের জন্য নিশ্চিন্ত। দর্শকের ভাল লাগলে সেই ধারাবাহিক এক বছরেরও বেশি চলে। অর্জুনও এর আগে ছোট পর্দায় অভিনয় করেছেন। ঋতুপর্ণ ঘোষের ধারাবাহিক ‘গানের ওপারে’ দিয়ে হাতেখড়ি। তাঁর অভিনীত ‘জামাই রাজা’ ধারাবাহিকও যথেষ্ট জনপ্রিয়তা কুড়িয়েছিল। এ বার সম্ভবত নিজেকে আরবসাগর তীরে দেখতে চাইছেন তিনি। তাই ছোট পর্দা দিয়েই বন্ধ দরজা খুলতে চলেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement