দেব-শুভশ্রীর ছবিতে রুক্মিণীর কী অবদান ছিল? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
‘ধূমকেতু’ নিয়ে উন্মাদনা তুঙ্গে। দশ বছর পরে অবশেষে মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবি। তবে এই ছবির নেপথ্যে রয়েছে রুক্মিণীরও অবদান। সম্প্রতি দাবি করলেন দেব নিজেই।
কিছু দিন আগেই ছবির ঝলক মুক্তিতে নাকি ‘ইতিহাস’ তৈরি করেছেন দেব ও শুভশ্রী। তাঁদের অনুরাগীরা মনে করছেন এমনই। টানা দশ বছর পরে এই দিন পরস্পরের সঙ্গে কথা বলেন দেব ও শুভশ্রী। সমাজমাধ্যমে পরস্পরকে অনুসরণ করেন এবং পরস্পরের হাতে হাত রেখে নাচেন। অসম্ভবকে যেন চোখের সামনে সম্ভব হতে দেখেন অনুরাগীরা। তবে এর পরেই কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে দেবের চর্চিত প্রেমিকা, অভিনেত্রী রুক্মিণী মৈত্রের বিরুদ্ধে। নানা রকমের ব্যঙ্গচিত্র তৈরি হয় তাঁকে ঘিরে। দেব ও শুভশ্রীর দূরত্বের জন্য অনেকে তাঁকেই দায়ী করতে শুরু করে দেন।
কিন্তু দেব বুঝিয়ে দিয়েছেন, ঝলক প্রকাশের মঞ্চে কেবল ছবির উদ্দেশেই তাঁরা একত্র হয়েছিলেন। বরং ‘ধূমকেতু’ এত বছর পরে মুক্তি পাচ্ছ, তার জন্য রুক্মিণীকেও কৃতিত্ব দিয়েছেন দেব। টলিপাড়ার তারকা বলেন, “কে ব্যক্তিগত আক্রমণ করছে, তা আমার গায়ে লাগে না। কিন্তু এটা না করাই উচিত বলে মনে হয়। কারণ প্রত্যেকেরই অবদান রয়েছে। রুক্মিণীরও অবদান রয়েছে। ছবির প্রচারের জন্য আমার সঙ্গে রিলও বানিয়েছেন তিনি।”
‘ধূমকেতু’ নিয়ে বরাবর উৎসাহ দিয়ে এসেছেন রুক্মিণী, জানান দেব। এমনকি ঝলক প্রকাশ অনুষ্ঠানেরও প্রশংসা করেছিলেন তিনি। রুক্মিণীর মতোই কটাক্ষের শিকার হয়েছেন রাজ চক্রবর্তীও। দেব বলেছেন, “রাজের সঙ্গে আমার সরাসরি কথা হয়নি ঠিকই। কিন্তু শুভকে (শুভশ্রী) দেখে বোঝা যায়, ও খুব সুখী। পরিবারের সমর্থন না থাকলে এত ভাল থাকা যায় না।”
উল্লেখ্য, ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ অগস্ট। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতেই শেষ দেব ও শুভশ্রী জুটি বেঁধেছিলেন।