Entertainment News

প্রয়াত অভিনেতা পার্থ মুখোপাধ্যায়

দীর্ঘদিন ধরেই অন্তরালে পার্থ মুখোপাধ্যায়। পরিবার সূত্রে জানানো হয়েছে, গত অক্টোবর মাসে বাড়িতেই এক বার পড়ে যান তিনি। এর পর নভেম্বর থেকে বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। শেষ বার ভর্তির পর থেকেই ভেন্টিলেশনে রাখতে হয়েছিল তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৭ ০৯:৩১
Share:

পার্থ মুখোপাধ্যায় (১৯৪৭-২০১৭)। — ফাইল চিত্র।

প্রয়াত হলেন অভিনেতা পার্থ মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল সত্তর বছর। বেশ কিছুদিন ধরে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন অভিনেতা। আজ সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

Advertisement

দীর্ঘদিন ধরেই অন্তরালে পার্থ মুখোপাধ্যায়। পরিবার সূত্রে জানানো হয়েছে, গত অক্টোবর মাসে বাড়িতেই এক বার পড়ে যান তিনি। এর পর নভেম্বর থেকে বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। শেষ বার ভর্তির পর থেকেই ভেন্টিলেশনে রাখতে হয়েছিল তাঁকে।

বাংলা চলচ্চিত্র জগতের এক জন অত্যন্ত জনপ্রিয় এবং প্রথম সারির অভিনেতা ছিলেন পার্থ মুখোপাধ্যায়। উত্তমকুমারের সঙ্গে অসংখ্য ছবিতে কাজ করেছেন। একচেটিয়া ভাবে উত্তমকুমারের ভাই ও ছেলের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন অভিনেতা। এক জন দক্ষ অভিনেতার পাশাপাশি, পার্থ মুখোপাধ্যায় সঙ্গীত শিল্পীও ছিলেন।

Advertisement

উত্তমকুমারের সঙ্গে পার্থ মুখোপাধ্যায়। — ফাইল চিত্র।

আরও পড়ুন, সন্ধ্যা-সুরের রেশেই শেষ সঙ্গীত মেলার সূচনা-সন্ধ্যা

আরও পড়ুন, উইকএন্ড পর(দা)চর্চা

১৯৫৬ সালে পরিচালক চিত্ত বসু তাঁর ‘মা’ ছবির জন্য এক জন শিশু অভিনেতার খোঁজ করছিলেন। সেই সময় পার্থ মুখোপাধ্যায়কে ওই চরিত্রে অভিনয় করার সুযোগ দেন তিনি। তপন সিংহ পরিচালিত ‘অতিথি’ পার্থ মুখোপাধ্যায়ের কেরিয়ারের একটি অন্যতম সেরা ছবি। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছিল দর্শক। এ ছাড়াও ‘ধন্যি মেয়ে’(১৯৭১), ‘অগ্নিশ্বর’(১৯৭৫), ‘আমার পৃথিবী’(১৯৮৫)-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।

১৯৪৭ সালের ২১ সেপ্টেম্বর জন্ম পার্থ মুখোপাধ্যায়ের। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম কম করেছিলেন তিনি। সঙ্গীত পরিচালক অসীমা ভট্টাচার্য তাঁর স্ত্রী। অসীমা নিজেও ছোট পর্দায় অভিনয় করেছেন।

তাঁর প্রয়াণে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। সোমবারই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন