Ritabhari Chakraborty engagement

‘সারা জীবন ভালবাসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি’, সুমিত অরোরার সঙ্গে বাগ্‌দান সারলেন ঋতাভরী

অভিনেত্রীর পরনে সরু হাতার সাদা গাউন। খোলা ঢেউ খেলানো চুল ও কানে ছিমছাম ঝোলা দুল। অনামিকায় হিরের আংটি। সঙ্গে হালকা প্রসাধনী। সুমিতের পরনে সাদা শার্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ২০:০২
Share:

বাগ্‌দান সারলেন ঋতাভরী। ছবি: সংগৃহীত।

প্রেমে পড়েছেন ঋতাভরী চক্রবর্তী। বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে এ বার বাগ্‌দান সেরে ফেললেন অভিনেত্রী। বৃহস্পতিবার সন্ধেয় সেই ছবি প্রকাশ্যে আনলেন ঋতাভরী নিজেই।

Advertisement

অভিনেত্রীর পরনে সরু হাতার সাদা গাউন। খোলা ঢেউ খেলানো চুল ও কানে ছিমছাম ঝোলা দুল। অনামিকায় হিরের আংটি। সঙ্গে হালকা প্রসাধনী। সুমিতের পরনে সাদা শার্ট। একগুচ্ছ ছবি ভাগ করে নিয়ে ঋতাভরী লিখেছেন, “অতঃপর, আমি হ্যাঁ বলেছি। পরস্পরকে বাকি জীবনটা ভালবেসে যাওয়া এবং বিরক্ত করে যাওয়ার প্রস্তাবে আমি হ্যাঁ বলে দিয়েছি। আমি আর আমার ‘মিস্টার রাইট’-এর বাগ্‌দান হয়ে গিয়েছে।”

দীপাবলিতে বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী। ঘরোয়া অনুষ্ঠানে প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ্যে এনেছিলেন। তার পর বড়দিনে টলিপাড়ার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দেন মনের মানুষের।

Advertisement

উল্লেখ্য, সুমিত অরোরা শাহরুখ খানের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ ছবির সংলাপ লেখক। এ ছাড়াও সোনাক্ষী সিন্‌হা অভিনীত ‘দাহাড়’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ়ের সংলাপও তিনি লিখেছেন।

সূত্রের খবর, চলতি বছরে ডিসেম্বরে তাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর পরিকল্পনা অভিনেত্রীর। জানা গিয়েছে, বাঙালি ও পঞ্জাবি মতে বিয়ে সারবেন তাঁরা। অনুষ্ঠান হবে নিতান্ত ঘরোয়া। তবে প্রীতিভোজ জাঁকজমকপূর্ণ ভাবেই আয়োজন করার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement