Katrina Kaif

‘হয়তো বিয়ের মণ্ডপে হাতে মালা নিয়ে দাঁড়িয়ে থাকব’, রণবীরকে কেন ভয় পেতেন ক্যাটরিনা?

ক্যাটরিনা নাকি আগেই আঁচ পেয়েছিলেন, রণবীর তাঁকে একশো শতাংশ ভালবাসেন না। কিছু ক্ষেত্রে প্রাক্তন প্রেমিককে ভয়ও পেতেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৯:৩১
Share:

রণবীরকে ভয় পেতেন ক্যাটরিনা কইফ। ছবি: সংগৃহীত।

দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন রণবীর কপূর ও ক্যাটরিনা কইফ। সম্পর্ক ভাঙার মুহূর্ত খুব মসৃণ ছিল না। বেশ তিক্ততার সঙ্গেই সম্পর্কে ইতি টেনেছিলেন তাঁরা। তবে ক্যাটরিনা নাকি আগেই আঁচ পেয়েছিলেন, রণবীর তাঁকে একশো শতাংশ ভালবাসেন না। কিছু ক্ষেত্রে প্রাক্তন প্রেমিককে ভয়ও পেতেন অভিনেত্রী। নিজেই সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছিলেন, ঠিক কোন বিষয়টিকে ভয় পেতেন তিনি।

Advertisement

ক্যাটরিনা জানিয়েছিলেন, বিয়ের মণ্ডপে কনের বেশে পৌঁছে যাওয়ার পরেও তাঁর মনে প্রশ্ন থেকে যেত, “আদৌ কি রণবীর তাঁকে ভালবাসেন?” ক্যাটরিনা বলেছিলেন, “আমার একটা বিষয় নিয়ে খুব ভয় ছিল। আমি ভাবতাম, এমন যদি হয়, আমি বিয়ের মণ্ডপে বরমালা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু বুঝতে পারছি ও (রণবীর) আমাকে ভালবাসে না।”

রণবীর নিজের সিদ্ধান্ত নিয়ে সেই ভাবে নিশ্চিত ছিলেন না। ক্যাটরিনার কথায়, “ও নিজের মনকেই ভাল করে চেনে না হয়তো। তা হলে প্রতিশ্রুতি কী ভাবে দেবে? এক দিন আমার হৃদয় ঠিক ভেঙে যাবে, এই ভাবনার ভয় আমার উপর জাঁকিয়ে বসেছিল।”

Advertisement

ক্যাটরিনা জানিয়েছিলেন, তিনি রণবীরের পরিবারের ঘনিষ্ঠ হতে চান। কিন্তু হয়ে উঠতে পারেননি। অভিনেত্রী বলেন, “আমি রণবীরের পরিবারের খুব কাছের নই। তবে আমি হতে চাই। ওদের সঙ্গে আমি বেশি করে মিশতে চাই। বিয়ের করার অন্যতম কারণ হল পরিবার। আমি খুবই প্রতিক্রিয়াশীল মানুষ। আমি যা চাই, তা যদি আমাকে আমার সঙ্গী দেয়, তা হলে আমি সেরা প্রেমিকা হয়ে উঠতে পারি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement