Saif Ali Khan-Kareena Kapoor Khan

সইফ-করিনার পরিবারে নতুন সদস্য! হামলার ঘটনার রেশ কাটার আগেই কার আগমন পটৌদী আবাসে?

কেটে গিয়েছে অনেকটা সময়। ফের কাজে ফিরেছেন সইফ ও করিনা। এর মধ্যেই সইফের পরিবারে নতুন এক সদস্যের আগমন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৮:১৮
Share:

নতুন সদস্য সইফ-করিনার পরিবারে! ছবি: সংগৃহীত।

চলতি বছরের শুরুতে সইফ আলি খানের উপর হামলার ঘটনায় থমকে গিয়েছিল বি-টাউন। মধ্যরাতে অভিনেতার বাড়িতে ঢুকে পড়েছিল এক দুষ্কৃতী। চুরিই ছিল তার উদ্দেশ্য। বাধা দিতে গেলে সইফের উপর হামলা করে সেই দুষ্কৃতী। ছুরিকাহত হয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন সইফ, একাই। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর পিঠ থেকে ছুরি বার করা হয়েছিল। ঘটনার পাঁচ দিন পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন সইফ। তার পরে কেটে গিয়েছে অনেকটা সময়। কাজে ফিরেছেন সইফ ও করিনা। এর মধ্যেই সইফের পরিবারে নতুন এক সদস্যের আগমন।

Advertisement

‘জুয়েল থিফ- দ্য হাইস্ট বিগিন্‌স’ নামে একটি ছবিতে অভিনয় করছেন সইফ। তারই প্রচারে এই মুহূর্তে ব্যস্ত অভিনেতা। এই ছবির এক সহ-অভিনেতাই নাকি সইফের পরিবারের অংশ হয়ে উঠেছেন। সেই অভিনেতা হলেন জয়দীপ অহলওয়াত। করিনা কপূরের সঙ্গেও ‘জানে জাঁ’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন জয়দীপ। তখনই করিনার সঙ্গে তাঁর আলাপ। আর এ বার ‘জুয়েল থিফ’ ছবিতে সইফের সঙ্গে কাজ করছেন তিনি। তাই এখন সইফ-করিনার পরিবারের সদস্য হয়ে উঠেছেন জয়দীপ।

অভিনেতা সাক্ষাৎকারে বলেছেন, “এখন আমাকে ওঁদের পরিবারের সদস্য বলা যায়।” করিনা ও সইফের কাজের ধরন নিয়েও কথা বলেন অভিনেতা। জয়দীপের মতে, করিনা কাজের সময়ে বেশ গুরুগম্ভীর। অন্য দিকে সইফের সঙ্গে কাজের প্রস্তুতি নেওয়ার অভিজ্ঞতা অন্য রকম। তবে দু’জনের মধ্যে একটি মিল রয়েছে। জানান জয়দীপ। দু’জনেই বড় মাপের তারকা, কিন্তু কখনওই তা সহ-অভিনেতাদের বুঝতে দেন না। আগামী ২৫ এপ্রিল ওটিটিতে মুক্তি পাবে ‘জুয়েল থিম- দ্য হাইস্ট বিগিন্‌স’। সইফ ও জয়দীপ ছাড়াও এই ছবিতে রয়েছেন নিকিতা দত্ত, কুণাল কপূর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement