Sonakshi Sinha-Zaheer Iqbal

‘খুব শীঘ্রই বিবাহবিচ্ছেদ হবে’, ফের ভিন্‌ধর্মে বিয়ের জন্য কটাক্ষ! কী জবাব দিলেন সোনাক্ষী?

শুধু নেটপাড়ায় নয়। ভিন্‌ধর্মে বিয়ের জন্য নাকি পরিবারেও সমস্যায় পড়তে হয়েছিল সোনাক্ষীকে। প্রথম দিকে এই সম্পর্কে মোটেই রাজি ছিলেন না শত্রুঘ্ন সিন্‌হা ও তাঁর পরিবার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৬:৪৭
Share:

ফের কটাক্ষ সোনাক্ষী-জ়াহিরকে। ছবি: সংগৃহীত।

সাত বছরের প্রেম। তার পরে বিয়ে। কিন্তু এখনও কটাক্ষের শিকার হতে হয় সোনাক্ষী সিন্‌হা ও তাঁর স্বামী জ়াহির ইকবালকে, কারণ তাঁরা ভিন্‌ধর্মে বিয়ে করেছেন। সম্প্রতি সোনাক্ষী ও জ়াহিরের ছবির মন্তব্য বিভাগে ফের এক নিন্দক তির্যক মন্তব্য করেন। তবে এ বার ছেড়ে কথা বলেননি অভিনেত্রীও।

Advertisement

কোনও প্রসঙ্গ ছাড়াই সোনাক্ষী ও জ়াহিরের ছবির মন্তব্য বিভাগে এক নিন্দক লেখেন, “খুব শীঘ্রই আপনাদের বিবাহবিচ্ছেদ হবে। সময় ঘনিয়ে আসছে।” এর উত্তরে কড়া ভাষায় খোঁচা দিয়ে সোনাক্ষী লেখেন, “প্রথমে তোর বাবা-মা বিবাহবিচ্ছেদ করুক। তার পর আমরা করব। প্রতিজ্ঞা করছি।” সোনাক্ষীর এই জবাব এই মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল। অভিনেত্রীর এই ঠোঁটকাটা জবাবের প্রশংসাও করছেন তাঁর অনুরাগীরা।

তবে শুধু নেটপাড়ায় নয়। ভিন্‌ধর্মে বিয়ের জন্য নাকি পরিবারেও সমস্যায় পড়তে হয়েছিল সোনাক্ষীকে। প্রথম দিকে এই সম্পর্কে মোটেই রাজি ছিলেন না শত্রুঘ্ন সিন্‌হা ও তাঁর পরিবার। বিশেষ করে সোনাক্ষীর দুই ভাই লব ও কুশের এই বিয়েতে একেবারেই মত ছিল না বলে শোনা যায়। সোনাক্ষীর বিয়েতে উপস্থিত ছিলেন কুশ। কিন্তু দেখা যায়নি লবকে। শোনা যায় পরিবারের মত না থাকায় দীর্ঘ দিন অপেক্ষা করেছিলেন সোনাক্ষী ও জ়াহির। অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন।

Advertisement

গত বছর ২৩ জুন বিয়ে করেন সোনাক্ষী ও জ়াহির। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। আইন মেনে বিয়ে করেন দু’জনে। ধর্ম পরিবর্তনও করেননি তাঁরা কেউ। যদিও বিয়ের প্রীতিভোজে ছিল চমক। মুম্বইয়ের বিলাসবহুল রেস্তরাঁর প্রীতিভোজে এসেছিলেন বলিউডের বহু তারকাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement