Boney Kapoor on Sridevi

‘মাথা ঘুরে শৌচালয়ে পড়ে গিয়ে দাঁত ভেঙে ফেলেছিল’, স্ত্রীর মৃত্যু নিয়ে কী জানালেন বনি কপূর?

চেহারার জন্য বিশেষ ভাবে খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ করতেন শ্রীদেবী। সে কারণে নিম্ন রক্তচাপে ভুগতেন তিনি। এ ভাবেই ক্রমশ শরীর ভাঙছিল তাঁর। পর্দায় নিজেকে কেমন দেখাচ্ছে, তা নিয়ে সব সময় ভাবিত থাকতেন শ্রীদেবী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৩:৫২
Share:

শ্রীদেবীকে নিয়ে কী জানান বনি কপূর? ছবি: সংগৃহীত।

শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে থমকে গিয়েছিল বলিউড। ভারতের প্রথম মহিলা ‘সুপারস্টার’-এর তকমা পেয়েছিলেন অভিনেত্রী। শেষের দিকেও তাঁর বেশ কয়েকটি ছবি সফল। কিন্তু হঠাৎই ছন্দপতন হয়। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি মৃত্যু হয় অভিনেত্রীর। শেষের দিকে নাকি প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। সে বিষয়ে মুখ খুলেছিলেন বনি কপূর।

Advertisement

ছিপছিপে চেহারা ধরে রাখতে খাওয়াদাওয়া বিশেষ ভাবে নিয়ন্ত্রণ করতেন শ্রীদেবী। সে কারণেই তাঁর রক্তচাপ কম থাকত বেশির ভাগ সময়। এ ভাবেই ক্রমশ শরীর ভাঙছিল অভিনেত্রীর। পর্দায় নিজেকে কেমন দেখাচ্ছে, তা নিয়ে সব সময় ভাবিত ছিলেন শ্রীদেবী। সৌন্দর্য ধরে রাখতে তিনি যা করতেন, তার প্রভাব স্বাস্থ্যেও পড়েছিল। বনি বলেছিলেন, “ও সব সময়ে চাইত, ওকে যেন পর্দায় দেখতে ভাল লাগে, ওর চেহারার গড়নও যেন ঠিক থাকে।”

মাঝেমধ্যে এক বেলা খাওয়া বন্ধ রাখতেন শ্রীদেবী। কখনও আবার সারা দিন না খেয়ে থাকতেন ওজন ঝরানোর জন্য। বনি বলেছিলেন, “ও প্রায়ই উপোস করে থাকত। ও চাইত, ওকে যেন দেখতে ভাল লাগে।” খাওয়াদাওয়ার অনিয়মের ফলে বরাবরই নিম্ন রক্তচাপ থাকত শ্রীদেবীর। প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন, চোখের সামনে অন্ধকার দেখতেন। চিকিৎসক বার বার নিষেধ করা সত্ত্বেও ঠিক মতো খাওয়াদাওয়া করতেন না, পাছে ওজন বেড়ে যায়!

Advertisement

শ্রীদেবীর মৃত্যুর পরে একটি ঘটনা জানতে পেরেছিলেন বনি। অভিনেতা নাগার্জুন সেই ঘটনা জানিয়েছিলেন বনিকে। প্রযোজকের কথায়, “খুব দুর্ভাগ্যজনক ঘটনা। ওর মৃত্যুর পরে নাগার্জুন শোকপ্রকাশ করতে এসেছিলেন আমাদের বাড়ি। নাগার্জুন জানান, একটি ছবির শুটিং-এর সময়ে প্রায় খাওয়া বন্ধ করে দিয়েছিল শ্রীদেবী। যার ফলস্বরূপ ও শৌচালয়ে পড়ে যায় এবং ওর দাঁত ভেঙে যায়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement