Samantha Ruth Prabhu

হৃতিকের থেকে দেখতে সুন্দর নাগ চৈতন্যকে? সামান্থার মন্তব্য নিয়ে হুলুস্থুল

চেহারার জন্য তাঁকে ‘গ্রিক গ়ড’ নামেও ডাকা হয়। তবু, সামান্থা রুথ প্রভুর মন জয় করতে পারেননি হৃতিক রোশন। এক সাক্ষাৎকারে নিজেই এমন মন্তব্য করেছিলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৮:০৩
Share:

হৃতিক ও নাগকে নিয়ে মন্তব্য সামান্থার। ছবি: সংগৃহীত।

হৃতিক রোশনের সৌন্দর্যে কুপোকাত অনেকেই। শুধু মহিলা অনুরাগীরাই নন, পুরুষের কাছেও তিনি অনুপ্রেরণা। চেহারার জন্য তাঁকে ‘গ্রিক গ়ড’ নামেও ডাকা হয়। কিন্তু সেই সৌষ্ঠবেও সামান্থা রুথ প্রভুর মন জয় করতে পারেননি হৃতিক রোশন। এক সাক্ষাৎকারে নিজেই এমন মন্তব্য করেছিলেন সামান্থা।

Advertisement

সেই সাক্ষাৎকারে সৌন্দর্যের নিরিখে নায়কদের নম্বর নিতে বলা হয়েছিল। দক্ষিণী তারকা মহেশ বাবুকে ১০-এর মধ্যে ১০ দিয়েছিলেন সামান্থা। এক কথায় অভিনেত্রী বলেছিলেন, “এ নিয়ে আমাকে দু’বার ভাবতে হবে না।” তার পর ওঠে হৃতিকের প্রসঙ্গ। অভিনেত্রী উত্তর দেন, “সবাই আমাকে মেরে ফেলবে, এটা বললে। আমার হৃতিককে তেমন ভাল লাগে না। একটু বেশিই বাড়াবাড়ি লাগে। ওকে আমি ১০ এর মধ্যে ৭ দিতে পারি।”

নাগ চৈতন্য অর্থাৎ প্রাক্তন স্বামীকে নিয়ে প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই সামান্থা বলেন, “অবশ্যই ১০ এর মধ্যে ১০ দেব।” রণবীর কপূরকে অভিনেত্রী দিয়েছিলেন ১০ এর মধ্যে ৮ নম্বর। এর পরেই শাহিদ কপূরের বিষয়ে প্রশ্ন করা হয় তাঁকে। অভিনেত্রী বলেন, “‘কামিনে’ ছবির আগের শাহিদকে দেব ১০ এর মধ্যে ৪। তবে ওই ছবির পরে ওকে দেব ১০ এর মধ্যে ৯ নম্বর।”

Advertisement

সামান্থার পুরনো সাক্ষাৎকারের এই ভিডিয়ো পুনরায় ছড়িয়ে পড়তেই অবাক নেটাগরিক। তাঁদের বক্তব্য, স্বামী অর্থাৎ নাগ চৈতন্যের প্রতি এক সময়ে অন্ধ ছিলেন সামান্থা। তাই হৃতিকের থেকেও এগিয়ে রেখেছিলেন তাঁকে।

উল্লেখ্য, সামান্থাকে শেষ দেখা গিয়েছে ওয়েবসিরিজ় ‘সিটাডেল হানি বানি’-তে। তাঁর বিপরীতে ছিলেন বরুণ ধওয়ান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement