New Edition Of Rappa Roy Movie

বইয়ের পাতা থেকে পর্দায়, সহকারীকে নিয়ে ফিরছে রাপ্পা রায়, প্রথম ছবিমুক্তির ২৫ দিনে ঘোষণা

গোয়েন্দার চরিত্রাভিনেতা বদলাবেন না। বদলাবেন না তাঁর সহকারীও। নতুন ছবিতে আর কী কী হবে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৬:৩২
Share:

অর্পণ ঘোষাল আর দেবাশিস রায় ফিরছেন। ছবি: সংগৃহীত।

সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কার্টুন চরিত্র ‘রাপ্পা রায়’ দুই মলাটের পোশাক খুলে পর্দায় আসছে। এই খবরে চমকেছিল এই প্রজন্ম। ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ ছবিমুক্তির ২৫ দিনে পরিচালক ধীমান বর্মণ আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, নতুন বছরে সে আবার ফিরবে।

Advertisement

বাংলায় গোয়েন্দার ভিড়। রহস্য-রোমাঞ্চ ছবি বাঙালির প্রিয়। ব্যোমকেশ-ফেলুদার রাজত্বে তাই সংযোজন সোনাদা, মিতিন মাসি। রাপ্পা সেখানে কতটা স্বাগত?

পরিচালককে প্রশ্ন করা হয়েছিল। ধীমানের দাবি, “এক, রাপ্পা গোয়েন্দা নন। সংবাদিক-কার্টুনিস্ট। অনেকটা টিনটিনের মতো। সত্যানুসন্ধান তাঁর পেশা। দুই, দর্শক কিন্তু ছবি থেকে একেবারে মুখ ফিরিয়ে নেননি। বিশেষ করে এই প্রজন্ম। সেই জন্যই দ্বিতীয় ছবি আনতে চলেছি।” এ বার লেখকের ‘স্টোরি লাইন’ নামের গল্পটিকে পর্দায় আনতে চলেছেন পরিচালক। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে অর্পণ ঘোষাল ফের ‘রাপ্পা’। তাঁর সহকারী আবার দেবাশিস রায়। যোগাযোগ করা হলে দেবাশিস জানান, তাঁর কানেও বিষয়টি এসেছে। এই ছবির দৌলতে তিনি প্রথম ‘পোস্টার’ বয়। তাই পরিচালকের কাছে তিনি কৃতজ্ঞ।

Advertisement

প্রথম ছবির শুটিং কলকাতা জুড়ে হয়েছিল। “এ বারের শুটিংয়ের বড় অংশ হবে বাইরে। গল্প অনুযায়ী দার্জিলিঙে হওয়ার কথা। দেখা যাক।” পরিচালকের আরও বক্তব্য, প্রথম কাজে নেমে অনেক বাধাবিপত্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে। ছবির নায়ক, পরিচালক, প্রযোজক বদলাতে হয়েছে। দ্বিতীয় ছবি থেকে আর কোনও সমস্যা হবে না, এমনই আশা তাঁর। দ্বিতীয় ছবিতে পুরনোদের সঙ্গে প্রথম সারির অভিনেতারাও যোগ দিতে পারেন, আভাস মিলেছে তার।

কবে থেকে শুটিং শুরু? ২০২৬-এর মাঝামাঝি হতে পারে, ইঙ্গিত ধীমানের। সব ঠিক থাকলে নতুন বছরে বড়পর্দায় ফের আসর জমাবেন ‘রাপ্পা রায়’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement