Bengali Cinema

‘পিকু’র অনুকরণেই তৈরি হয়েছে ‘হাঁটি হাঁটি পা পা’? দর্শকের সব কৌতূহলের স্পষ্ট জবাব দিলেন পরিচালক অর্ণব, রুক্মিণী

প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে অর্ণব মিদ্যার ছবি ‘হাঁটি হাঁটি পা পা’। এই ছবির মাধ্যমে চিরঞ্জিত চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্রের এক অন্য সমীকরণ দেখা যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৮:২৮
Share:

কী উত্তর দিলেন পরিচালক অর্ণব মিদ্যা এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্র? ছবি: সংগৃহীত।

মেয়েরা বাবাদের কাছে একটু বেশি আদরের হয়। এ কথা কমবেশি সবাই মানেন। আর যেখানে ভাব যত বেশি, সেখানে আড়িও তো অনেক বেশি বার হয়! তাই বাবা-মেয়ের ঝগড়াও হয় বেশি। বাস্তবের সেই ছবিই তুলে ধরেছিলেন পরিচালক সুজিত সরকার, ‘পিকু’ ছবিতে। পরিচালক অর্ণব মিদ্যার ছবি ‘হাঁটি হাঁটি পা পা’র প্রথম ঝলকে অনেকেই ‘পিকু’র সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। এ প্রসঙ্গে কী উত্তর পরিচালকের?

Advertisement

ছবিতে মেয়ের চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র এবং বাবার চরিত্রে দর্শক দেখবে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে। রুক্মিণীর প্রথম ছবি ‘চ্যাম্প’-এ একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। তবে এই ভাবে প্রথম বার। বাবা চিরঞ্জিতকে পেয়ে খুশি রুক্মিণী। কিন্তু প্রতিনিয়ত ‘পিকু’র তুলনা টানা হচ্ছে, তাতে কি খুশি পরিচালক, নায়িকা?

পরিচালক অর্ণবের মতে, এই তুলনাকে তিনি প্রশংসা হিসাবে দেখছেন। তিনি বলেন, “আসলে চিরঞ্জিতদা এবং রুক্মিণী দু’জনেই লম্বা। তাই অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে মেলানোর চেষ্টা করেছেন। আমায় আরও একজন এই প্রশ্ন করেছিলেন। বাবা-মেয়ের সমীকরণই তুলে ধরার চেষ্টা করেছি এই কাহিনিতে। কিন্তু ‘পিকু’র বাংলা এই ছবি নয়। সেটা গল্প দেখলে বোঝা যাবে।”

Advertisement

পরিচালকের সঙ্গে সহমত ছবির নায়িকা রুক্মিণীও। তিনি বললেন, “প্রথম ঝলক দেখে অনেকে মিল খোঁজার চেষ্টা করলেও প্রচার ঝলক (ট্রেলার) প্রকাশ্যে আসার পরে সেই ধারণা আশা করি ভেঙেছে। এখানে বাবা-মেয়ের সম্পর্ক ছাড়াও একটা অন্য গল্প আছে। আর এমন তুলনামূলক আলোচনা শুনতেও আমাদের কোনও অসুবিধা নেই।” প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর অনেকে মন্তব্য করেছিলেন, “এটা তো পিকুর নকল।” আবার কেউ লিখেছিলেন, “তবে পিকুরই বাংলা তৈরি হল!” প্রচার ঝলক প্রকাশ্যে আসার পর দর্শকের সব কৌতূহল মিটিয়েছেন ছবির পরিচালক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement