Entertainment News

‘পোস্ত’য় মজেছে কলকাতা, চার দিনেই এক কোটি

‘মর্নিং শোজ দ্য ডে’। প্রচলিত প্রবাদটাকেই যেন ‘পোস্ত’র হাত ধরে সত্যি করলেন পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০১৭ ১০:১৬
Share:

প্রিমিয়ারে ‘পোস্ত’ ওরফে অর্ঘ্য বসু রায়।

‘মর্নিং শোজ দ্য ডে’।

Advertisement

প্রচলিত প্রবাদটাকেই যেন ‘পোস্ত’র হাত ধরে সত্যি করলেন পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। প্রিমিয়ারের দিন সিনেমা চলাকালীন ঠায় দাঁড়িয়ে ছিলেন শিবপ্রসাদ। ঠিক যেন রেজাল্ট বেরোনোর টেনশন। শো শেষ হওয়ার পর শুভেচ্ছা পেয়েছেন দর্শকদের। কখনও বা নন্দিতাকে আলিঙ্গন করেছেন কোনও এক মুগ্ধ প্রৌঢ়া। সিনেমা দেখতে দেখতে যাঁর নিজের নাতির কথা মনে পড়ছিল।

তবুও টেনশনে ছিলেন তাঁরা। বক্স অফিস কী বলবে?

Advertisement

আরও পড়ুন, ‘মা’ হয়ে কেমন লাগছে? শেয়ার করলেন মিমি

প্রথম উইকেন্ডের বক্স অফিস ‘পোস্ত’কে ভরিয়ে দিয়েছে ভালবাসায়। ১২মে মুক্তি পাওয়া ছবিটি প্রথম তিনদিনে ঘরে তুলেছে এক কোটি টাকা। সপ্তাহ শেষের শহর ‘পোস্ত’ দেখতে হলমুখী হয়েছে। আর হল মালিকরা হাউসফুল বোর্ড ঝুলিয়েছেন সানন্দে।

ট্রেড অ্যানালিস্ট পঙ্কজ লাডিয়া তুলে ধরলেন শহরের মাল্টিপ্লেক্সের চিত্র। তাঁর কথায়, ‘‘খুব ভাল স্টার্টিং। প্রাইম টাইম, মানে দুপুর, বিকেল, সন্ধের শো হাউসফুল গিয়েছে। সকালের শো গুলোতেও ৯০ শতাংশ দর্শক এসেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সোমবার। যে কোনও ছবি রিলিজ করার পর প্রথম কাজের দিনে ব্যবসা বেশ কিছুটা পরে যায়। পোস্তরও সেই হারও কম। এখনও পর্যন্ত খুব ভাল চলছে ছবিটা।’’

প্রিমিয়ারে ‘পোস্ত’ ফ্যামিলি।

এ ক’দিন ‘বাহুবলী ২’ ঝড় চলছিল ইন্ডাস্ট্রিতে। অন্য কোনও ছবিই প্রায় তার ধারেকাছে ছিল না। ‘পোস্ত’ যেন সেখানেও ব্যতিক্রম। না! ব্যবসার অঙ্কে ‘বাহুবলী ২’-কে চ্যালেঞ্জ করেনি ‘পোস্ত’। বরং ছয় মেরেছে অন্য জায়গায়। বসুশ্রী সিনেমা হলে ‘বাহুবলী ২’-এর তিনটি শো চলছে। সেখানে ‘পোস্ত’ পেয়েছে মাত্র একটি। আর তাই নিয়েই বাজিমাত করছে বক্স অফিসে।

লড়াইটা কোথাও যেন ছিল দুই প্রবীণেরও। ১২ মে ‘পোস্ত’ নিয়ে মাঠে নেমেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অপোনেন্ট টিমে ঝুলিতে ‘সরকার ৩’ নিয়ে ছিলেন অমিতাভ বচ্চন। দু’দিনে অমিতাভের ছবির আয় ২.২৫ কোটি টাকা। এখানে একটা কথা কিন্তু মনে রাখতেই হবে। অঙ্কের হিসেবে পিছিয়ে থাকা ‘পোস্ত’ জাতীয় স্তরে এখনও মুক্তি পায়নি। আগামী ১৯ জুন এই ছবির জাতীয় স্তরে মুক্তি। তার পর কি খেলাটা ঘুরে যাবে? উত্তর দেবে সময়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন