Entertainment News

মুক্তির আগেই জনপ্রিয় ‘তৃতীয় অধ্যায়’-এর গান

কিন্তু ছবির নাম ‘তৃতীয় অধ্যায়’ কেন? মনোজের ব্যখ্যা ছিল, ‘‘ছবিতে তিনটে আলাদা চ্যাপ্টার থাকবে। সে জন্যই এই নাম। এটা ছবিটা দেখলে আরও ভাল বোঝা যাবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:১৫
Share:

ছবির একটি দৃশ্যে পাওলি দাম।

১৪ ফেব্রুয়ারি আসছে। আসছে ভ্যালেন্টাইনস ডে। তার ঠিক আগেই ভালবাসার সপ্তাহে আগামী ৮ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ভালবাসার ছবি ‘তৃতীয় অধ্যায়’। মনোজ মিশিগান পরিচালিত এই ছবিতে আবীর চট্টোপাধ্যায় এবং পাওলি দামের কেমিস্ট্রি দেখবেন দর্শক। তবে ছবি মুক্তির আগে এ ছবির গান মন ছুঁয়েছে দর্শকদের। তার মধ্যে পাপন এবং মেঘনা মিশ্রের গাওয়া ‘হাজার বছর’ সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে।

Advertisement

ছবির গল্পটা ঠিক কেমন? মনোজ শেয়ার করেছিলেন, এক স্পোর্টস ট্রেনার ঝাড়খণ্ড যায় একজনের খোঁজে। সেখানে পুরনো প্রেমিকাকে এক ঝলক দেখে। তার পর তার খোঁজ শুরু করেন। একই সঙ্গে আরও একটা লভ স্টোরি থাকছে গল্পে।

কিন্তু ছবির নাম ‘তৃতীয় অধ্যায়’ কেন? মনোজের ব্যখ্যা ছিল, ‘‘ছবিতে তিনটে আলাদা চ্যাপ্টার থাকবে। সে জন্যই এই নাম। এটা ছবিটা দেখলে আরও ভাল বোঝা যাবে।’’

Advertisement

আরও পড়ুন, শর্ট ফিল্মে যশোজিৎ, কেয়ার অব ‘ওয়ান পয়েন্ট ফোর জিবি’

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement