‘অনুব্রত’-র বিশ্বদর্শন

‘অনুব্রত ভালো আছো?’-এ প্রশ্ন এখন কলকাতার পাশাপাশি মাদ্রিদের পাড়াতেও সমান জনপ্রিয়। মাদ্রিদে বিপুল প্রশংসা কুড়িয়েছে এই বাংলা ছবিটি। সেখানকার ‘ইম্যাজিন ইন্ডিয়া’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০০:০০
Share:

‘অনুব্রত ভালো আছো?’-এ প্রশ্ন এখন কলকাতার পাশাপাশি মাদ্রিদের পাড়াতেও সমান জনপ্রিয়। মাদ্রিদে বিপুল প্রশংসা কুড়িয়েছে এই বাংলা ছবিটি। সেখানকার ‘ইম্যাজিন ইন্ডিয়া’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। পার্থ সেন পরিচালিত এই ছবির এখনকার গন্তব্য অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ড। সম্প্রতি কুইনসল্যান্ড থেকে ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল’ চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছে ছবিটি। সেখানে বিভিন্ন ভারতীয় ভাষার নন-পপুলিস্ট ছবির সঙ্গে একত্রে প্রদর্শিত হবে এই ছবি। একজন মানুষের সীমাহীন একাকীত্বই এই ছবির মূল বিষয়। ঋত্বিকের বিপরীতে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন