Bengali Movie Parineeta

শুভশ্রীর চোখে নিরন্তর অপেক্ষা, প্রকাশ পেল ‘সেই তুমি’

শনিবার রাজ চক্রবর্তীর নিজস্ব চ্যানেলে মুক্তি পায় এই গান। 'পরিণীতা'-র প্রথম পোস্টার যখন প্রকাশ্যে এসেছিল তখন থেকেই এক দুষ্টমিষ্টি সম্পর্কের আভাস মিলেছিল। ট্রেলারে ঋত্বিকের মৃত্যু চমকে দিয়েছে সবাইকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৯ ১৫:৩২
Share:

শনিবার মুক্তি পেল পরিণীতা ছবির দ্বিতীয় গান 'সেই তুমি'।

শুভশ্রী প্রকাশ করলেন তাঁর প্রিয় 'তুমি'!

Advertisement

সবচেয়ে প্রিয় মানুষকে নিরন্তর খোঁজা। মরিয়া হয়ে উঠছেন শুভশ্রী! পথে প্রান্তরে।

ইতিমধ্যেই পরিণীতার গান নিয়ে চর্চা হচ্ছে ইন্ডাস্ট্রিতে। শনিবার মুক্তি পেল পরিণীতা ছবির দ্বিতীয় গান 'সেই তুমি'।

Advertisement

এ কি সাদামাঠা জীবনের চেনা-অচেনা প্রেমের মিষ্টি ছবি? সেটা জানা যাবে সেপ্টেম্বরে।

শুভশ্রীর সম্পূর্ণ নতুন লুক। গানের পরতে পরতে ব্যথাভরা চোখের নিরন্তর অপেক্ষা।

এই গান মুক্তি কাঙ্ক্ষিত প্রেমকেই তুলে ধরল।

আরও পড়ুন: সারেগামাপা-র মঞ্চে কার মাথায় উঠবে সেরার শিরোপা? অপেক্ষা আর কিছু ক্ষণের

আরও পড়ুন: ৩৬-এ রহস্যমৃত্যু, এক সঙ্গে একাধিক প্রেম, অনাথাশ্রমে বড় হওয়া এই নায়িকায় মাত ছিল তামাম বিশ্ব

শনিবার রাজ চক্রবর্তীর নিজস্ব চ্যানেলে মুক্তি পায় এই গান। 'পরিণীতা'-র প্রথম পোস্টার যখন প্রকাশ্যে এসেছিল তখন থেকেই এক দুষ্টমিষ্টি সম্পর্কের আভাস মিলেছিল। ট্রেলারে ঋত্বিকের মৃত্যু চমকে দিয়েছে সবাইকে।

মন ছুঁয়ে যাওয়ার কথা। ছবির পরিচালক রাজ চক্রবর্তী প্রথমেই জানিয়েছিলেন, এক ভিন্ন স্বাদের ছবি উপহার দিতে চলেছেন তিনি। এই ভিন্ন গল্পের জন্য বাংলা ছবির দর্শক অপেক্ষায়...

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন