Ahona Dutta

মায়ের কথা মনে পড়ে না, তবু এত সহজে কি কারও অস্তিত্ব মুছে ফেলা যায়: অহনা

মা হচ্ছেন অভিনেত্রী অহনা দত্ত। ছোট পর্দার দুঁদে খলনায়িকা তিনি। এখনও তাঁকে সবাই ‘মিশকা’ নামেই চেনেন। আপাতত মাতৃত্বকালীন ছুটি উপভোগ করছেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৩:৩৭
Share:

মা প্রসঙ্গে কী বললেন অহনা? ছবি: সংগৃহীত।

মা-মেয়ের দূরত্বের কথা অজানা নয় কারও। অভিনেত্রী অহনা দত্ত এবং তাঁর মা চাঁদনি গঙ্গোপাধ্যায়ের মধ্যে যে সুসম্পর্ক নেই, সে কথা প্রায় সবাই জানেন। জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অহনা ওরফে ছোট পর্দার মিশকা। বয়স মাত্র ২১, খুব অল্প সময়েই জীবনে অনেক প্রতিকূলতা সামলাতে হয়েছে তাঁকে। মা, দাদু-দিদিমার কাছেই বেড়ে ওঠা। ধারাবাহিকের অভিনয় শুরুর সময়ও অহনার সঙ্গে ছিলেন তাঁর মা। কিন্তু দীপঙ্কর রায়ের সঙ্গে তাঁর সম্পর্ক কোনও ভাবেই মেনে নিতে পারেননি চাঁদনি। মানতে পারেননি মেয়ের বিয়ে। এমনকি অহনার সন্তানসম্ভাবনার কথা শোনার পরেও মেয়ের সঙ্গে এক বারের জন্য যোগাযোগ করেননি।

Advertisement

কিছু দিন আগে শাশুড়ি মাকেও হারিয়েছেন অহনা। নিজের মা-ও সম্পর্ক রাখেন না। এই সময় মনখারাপ হয়? মায়ের কথা কি মনে পড়ে তাঁর? আনন্দবাজার ডট কমের তরফে প্রশ্ন করা হলে অভিনেত্রীর সটান উত্তর, তিনি অতীত ঘাঁটতে ভালবাসেন না। অহনা বললেন, “কারও অস্তিত্ব কখনও জীবন থেকে মুছে ফেলা যায় না। তাই আমি মুছতেও চাই না।” যে দিন সন্তান আসার খবর জানতে পারেন অহনা, সে দিন তাঁর খুব ভয় লেগেছিল। তিনি বলেন, “চিকিৎসককে জিজ্ঞেস করেছিলাম এত কম বয়সে মা হচ্ছি, ঠিক হচ্ছে তো!”

যদিও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের মতে মেয়েদের ২২ থেকে ২৬-ই মা হওয়ার সঠিক বয়স। অহনা বলেন, “শাশুড়ি মা-ও গত হয়েছেন। আমার মায়ের সঙ্গেও সম্পর্ক ঠিক নেই। প্রথমে ভেবেছিলাম সামলাব কী করে! এখন আর এ সব নিয়ে আমি ভাবি না। আমিও জন্মেছিলাম আমার মায়ের ২১ বছর বয়সে।” জানিয়েছেন, এই মুহূর্তগুলি পরতে পরতে উপভোগ করছেন অহনা। তিনি নিজেকে নিয়ে ব্যস্ত। তাই মায়ের কথা যে খুব একটা তাঁর মনে পড়ে, তেমনটা নয়। অভিনেত্রী বলেন, “যে যেটা নিয়ে খুশি থাকতে ভালবাসে সেটাই করুক। আমি, দীপঙ্কর খুব ভাল আছি। আমার স্বামী আমায় খুব যত্ন করে। এর চেয়ে বেশি কিছু চাই না আমি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement