Tollywood News

যিশুকে ভুলে কি নতুনের পথে নীলাঞ্জনা! কোন সূচনার ইঙ্গিত রাখলেন তিনি?

তাঁর প্রযোজিত অনেক ধারাবাহিকই দেখেছে দর্শক। শোনা যাচ্ছে, আরও এক নতুন কাহিনি তৈরি করতে চলেছেন প্রযোজক নীলাঞ্জনা শর্মা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১০:৫৭
Share:

কী ইঙ্গিত দিলেন নীলাঞ্জনা? ছবি: সংগৃহীত।

শুক্রবার দুপুর থেকেই সমাজমাধ্যমের পাতায় ঘুরছে একটা ছবি। দেখা যাচ্ছে প্রযোজক নীলাঞ্জনা শর্মাকে। পুজো হয়েছে। ছবি দেখে মনে হচ্ছে নতুন কোনও সূচনার আগে যেমন পুজো দিয়ে সবটা শুরু হয়, তেমনই ব্যবস্থা করেছিলেন নীলাঞ্জনা। সেই ছবি দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, তা হলে নতুন কিছু শুরু হতে চলেছে? যদিও এখনও পর্যন্ত কিছু খোলসা করেননি তিনি। শোনা যাচ্ছে, ‘নিনি চিনিজ় মাম্মাজ় প্রোডাকশনে’র তরফে রয়েছে নতুন কিছু পরিকল্পনা। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস নতুন ধারাবাহিকের পরিকল্পনা শুরু করে ফেলেছেন নীলাঞ্জনা। তাঁর প্রযোজিত ‘হরগৌরী পাইস হোটেল’ পেয়েছিল বিপুল ভালবাসা। আবারও এমনই কোনও নতুন কাহিনি নিয়ে নতুন গল্প বুনবেন নীলাঞ্জনা, মনে হচ্ছে তেমনই।

Advertisement

তবে এখনও পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি। তিনি নাকি প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছেন। এখনও আলোচনা করার মতো পর্যায়ে পৌঁছয়নি। দুই মেয়েকে নিয়ে এখন নতুন করে জীবন গোছাচ্ছেন নীলাঞ্জনা। শোনা যায়, স্বামী যিশু সেনগুপ্তর সঙ্গেও দূরত্ব বেড়েছে। অনেক দিন হল নাকি তাঁরা আলাদা থাকছেন। দুই মেয়ে মায়ের সঙ্গেই আছে। এই পরিস্থিতিতে নাকি বাবার সঙ্গেও সে ভাবে কোনও যোগাযোগ রাখেনি তারাও। বিবাহবিচ্ছেদ নিয়ে অবশ্য এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি যিশু বা নীলাঞ্জনা। তবে শোনা যায়, আইনি পদক্ষেপ করেছেন নীলাঞ্জনা।

ব্যক্তিগত জীবনে যা-ই ঘটুক না কেন, কাজে কোনও গাফিলতি নেই। এক দিকে নীলাঞ্জনা যেমন নিজের প্রযোজনা সংস্থার কাজ শুরু করেছেন, তেমনই যিশুও নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন। সঙ্গী, অভিনেতা সৌরভ দাস। নতুন ছবির পরিকল্পনাও করে ফেলেছেন তাঁরা। তাঁদের বড় মেয়ে সারা সেনগুপ্তও মুম্বইয়ে মডেলিং করছেন। বেশ কিছু বিদেশি কোম্পানির বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement