Ananya Guha Trolled

‘আমায় সংসার টানতে হয় না’, দামী গাড়ি কিনে কটাক্ষ অনন্যাকে, মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী

এই মুহূর্তে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অনন্যা গুহকে দেখছেন দর্শক। সম্প্রতি একটি দামি গাড়ি কিনেছেন নিজের রোজগারের টাকায়। সেই গাড়ি কিনেই বিতর্কে অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১৮:৪৭
Share:

সমালোচকদের কড়া জবাব অনন্যার। ছবি: সংগৃহীত।

তাঁর রোজনামচা দর্শকের হাতের মুঠোয়। তিনি কটায় ঘুম থেকে উঠলেন, কী খেলেন, প্রেমিক তাঁকে কী উপহার দিল— এই সব কিছুই সমাজমাধ্যমের পাতায় দেখা যায়। তিনি অভিনেত্রী অনন্যা গুহ, কলেজের গণ্ডি এখনও পার করেননি। কিন্তু তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়। অনেক কম বয়স থেকেই অভিনয়যাত্রার শুরু। সমাজমাধ্যমের পাতায় তাঁকে নিয়ে কটাক্ষের শেষ নেই— তা তাঁর পোশাক হোক কিংবা জীবনযাপন, সবকিছু নিয়েই শুরু হয় চর্চা।

Advertisement

সম্প্রতি ১৭ লক্ষ টাকা দামের একটি বড় গাড়ি কিনেছেন অনন্যা। নতুন গাড়ি কেনার আনন্দ সমাজমাধ্যমের পাতায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। কিন্তু সবাই যে তা ভাল চোখে দেখেছেন, তেমনটা নয়। কেউ লিখেছেন, “এত নগদ টাকা তিনি পেলেন কী ভাবে?”

এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বললেন, “অনেক ছোটবেলা থেকে কাজ করছি আমি। তখন আমার মা-বাবা দু’জনেই কাজ করতেন। সুতরাং এত দিন ধরে আমি যা রোজগার করেছি সবটাই সঞ্চয় করেছি। তা ছাড়া শুধু যে অভিনয় করেই আমি রোজগার করি তেমনটা নয়। সমাজমাধ্যমের পাতা থেকেও আমার একটা বড় রোজগার হয়।” সুতরাং ২১ বছরে ১৭ লক্ষ টাকা দামের গাড়ি কেনা যে খুব বড় বিষয় নয়, সাফ বুঝিয়ে দিয়েছেন তিনি।

Advertisement

এ প্রসঙ্গে তিনি টেনে এনেছেন আর এক চর্চিত অভিনেত্রীর নাম। অনন্যার কথায়, “আমার বয়স নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু মুম্বইয়ের অবনীত কৌর ৫০ লক্ষ টাকা দামের গাড়ি চড়েন। তাঁর বয়সও ২১। কই সেটা নিয়ে তো আলোচনা হচ্ছে না!”

উল্লেখ্য, দর্শকের কটাক্ষ সহ্য করতে পারেননি অনন্যার দিদি অলকানন্দা গুহ। তিনিও সমাজমাধ্যমের পাতায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। এমনকি এ দিন অনন্যার পোশাক নিয়েও অনেকে মন্তব্য করেছিলেন। সেই মন্তব্য দেখার পর অভিনেত্রী প্রেমিক লেখেন, “শ্বশুর-শাশুড়ি, মা-বাবা কারও কোনও সমস্যা হচ্ছে না। আপনারা নিজের চরকায় তেল দিন।” এই মুহূর্তে দ্বিতীয় বর্ষের ছাত্রী অনন্যা। মিডিয়া সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement