অর্পিতা মুখোপাধ্যায় এবং ময়না বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
ছোট পর্দায় তাঁরা কখনও মা। কখনও আবার কাকিমা। তাঁদের শাড়ি,গয়নাতে দেখতেই অভ্যস্ত দর্শক। চেনা অভিনেত্রীদের অন্যভাবে দেখলে অনেকেই প্রথমে মেনে নিতে পারেন না। এমনটাই ঘটেছে অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় এবং ময়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে দু’জনকেই দর্শক দেখছেন ‘কথা’ ধারাবাহিকে। ময়না হলেন ‘এভি’র মা। আর অর্পিতা অভিনয় করছেন ‘এভি’র কাকিমার চরিত্রে। কিছু দিন আগে ডায়মন্ড হারবারের এক রিসর্টে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। সেখানেই নিজেদের মতো সময় কাটাচ্ছিলেন। রিল ভিডিয়ো তৈরি করছিলেন। তেমনই একটি ভিডিয়ো নিজের সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন অর্পিতা। যে ভিডিয়োয় দেখা যাচ্ছে জিন্সের হাফপ্যান্ট পরে ট্রেন্ডিং একটি গানে নাচছেন অর্পিতা এবং ময়না।
ব্যস, সেই ভিডিয়ো দেখার পরেই তাঁদের সমাজমাধ্যমের পাতা ভরেছে নেতিবাচক মন্তব্যে। পর্দার মা, কাকিমাদের এমন লুক নাকি মেনেই নিতে পারছে না দর্শক। তাই এক জন মন্তব্য করেছেন, “আপনাদের রোজ মা-কাকিমা হিসাবে দেখে অভ্যস্ত আমরা। সেখানে এমন হাফপ্যান্টে আপনাদের নাচ করতে দেখে খুবই অস্বস্তি বোধ করছি।” যদিও দর্শকের কোনও মন্তব্যকেই গুরুত্ব দিতে রাজি নন তাঁরা। আনন্দবাজার ডট কমকে অর্পিতা বললেন, “এটা ঠিক আমাদের এক রকম পোশাকে দেখতে অভ্যস্ত দর্শক। তাই মেনে নিতে অসুবিধা হচ্ছে। তবে এত নেতিবাচক মন্তব্যের মধ্যে অনেকে ইতিবাচক মন্তব্যও করেছেন।” তাঁরা পর্দায় যে চরিত্রেই অভিনয় করুন না কেন, বাস্তব জীবন তো আলাদা। তাই মানুষ যদি সেই পার্থক্যটা না করতে পারেন তা হলে যে কারও কিছু করার নেই তাঁদের।