কী হয়েছিল অভিনেত্রী সুস্মিতার? ছবি: সংগৃহীত।
‘কথা’ ধারাবাহিক শেষ হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্য। নতুন বছর উদ্যাপন করেছেন একসঙ্গে। শহরের বাইরেই ছিলেন নায়িকা। ছবিতে দেখা গিয়েছিল সাহেবের পরিবারের সঙ্গে বছরের শেষটা আনন্দ করতে ব্যস্ত তিনি। কিন্তু তার পরে কী এমন হল, যে কলকাতায় ফেরার অবস্থায় ছিলেন না সুস্মিতা?
একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল, যেখানে দেখা গিয়েছিল অভিনেত্রী মাথায় ব্যথা পেয়েছেন। আর সেখানে বরফ দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করছেন সাহেব। তার পরে আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যেখানে সুস্মিতাকে দেখে দর্শকের মনে প্রশ্ন তৈরি হয়, তা হলে কি অসুস্থ সুস্মিতা? সেই খোঁজ নিতেই আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয়েছিল সুস্মিতার সঙ্গে।
অভিনেত্রী জানিয়েছেন বেঙ্গালুরুতেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। অভিনেত্রী বলেন, “হ্যাঁ, খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল আমার। জ্বর, সর্দি-কাশি। আসলে আবহাওয়ার তারতম্য আরও কাবু করেছিল আমাকে। তাই কলকাতাতে ফিরতেও পারিনি। কিন্তু এখন আগের চেয়ে অনেকটা সু্স্থ। অসুস্থতার জন্য অনেকগুলো অনুষ্ঠানও বাতিল করতে হয়েছে আমাকে।” কলকাতায় ফিরে অনেকটাই সুস্থ সুস্মিতা। এই মুহূর্তে তিনি ব্যস্ত নিজের নাটকের মহড়া নিয়ে। ‘কথা’ শেষ হওয়ার পরে কি নতুন ধারাবাহিক শুরু করছেন সুস্মিতা? অভিনেত্রী জানিয়েছেন, এখনই তেমন কোনও পরিকল্পনা নেই।