লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন হিন্দি ধারাবাহিকের নায়ক কে? ছবি: সংগৃহীত।
বছরের শুরুতেই নতুন হিন্দি ধারাবাহিকের কাজ শুরু করছেন চিত্রনাট্যকার, পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়? স্টুডিয়োপাড়ার অন্দরের ফিসফাস এমনটাই। বাংলা ধারাবাহিকের পাশাপাশি হিন্দি ধারাবাহিকের কাজও সমানতালে চলছে। লীনার লেখা ‘ঝনক’ ধারাবাহিকটিও বিপুল আলোচিত হয়েছিল। নতুন কাহিনিতে নায়ক হিসাবে দেখা যাবে কাকে?
মুখ্য চরিত্রে দেখা যাবে ক্রুশল আহুজাকে? ছবি: সংগৃহীত।
শোনা যাচ্ছে, এই ধারাবাহিকও বলবে পারিবারিক গল্প। কোথায় দেখানো হবে এই হিন্দি ধারাবাহিক? শোনা যাচ্ছে, প্রথম সারির একটি হিন্দি চ্যানেলে সম্প্রচারিত হবে এই কাহিনি। ইতিমধ্যে নাকি সেট তৈরি হয়ে গিয়েছে। মুম্বইয়েই নাকি হবে এই ধারাবাহিকের শুটিং। নতুন ধারাবাহিক প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-এর তরফে লেখিকা লীনার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
শোনা যাচ্ছে, এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা ক্রুশল আহুজাকে। এর আগেও তাঁকে দেখা গিয়েছে হিন্দি ধারাবাহিকে। মডেলিং দিয়ে তাঁর কর্মজীবনের শুরু। তার পরে তাঁকে বাংলা ধারাবাহিকে দেখেছে দর্শক। ছোটপর্দায় স্বস্তিকা দত্তের সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু এখন পাকাপাকি মুম্বইয়েই বাস নায়কের। তা হলে কি লীনার নতুন ধারাবাহিকের মাধ্যমে আবার হিন্দি ধারাবাহিকে দেখা যাবে ক্রুশলকে? নায়িকাই বা কে হচ্ছেন? কোনও কিছুই এখনও চূড়ান্ত হয়নি।