Bengali TV Actress Health Update

পা ফুলে ঢোল! ব্যথায় কাবু ‘রাঙামতী’, ‘তিরন্দাজি’ ছেড়ে একা বাড়ি বসে কী করছেন মনীষা?

মুর্শিদাবাদের মেয়েটি আপাতত কলকাতার ভাড়া বাড়িতে থাকেন। বাড়ি খুঁজতে গিয়ে আচমকাই বেহাল তিনি। তার পর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৬:৫০
Share:

অসুস্থ মনীষা মণ্ডল কেমন আছেন? ছবি: ইনস্টাগ্রাম।

ছোট পর্দায় ‘রাঙামতী’র তিরন্দাজি দেখে দর্শক মাত। শুধুই তিরন্দাজি? স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙামতী তীরন্দাজ’-এ নায়িকা খেলাধুলো থেকে সংসার—সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছেন। কিন্তু বাস্তবে ‘রাঙামতী’ ওরফে মনীষা মণ্ডলের কী হাল? জানা গিয়েছে, তিনি পায়ের ব্যথায় কাবু। শয্যাশায়ী হয়ে পড়েছেন। ফুলে গিয়েছে পা!

Advertisement

কী ভাবে অসুস্থ হয়ে পড়লেন মনীষা? আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। প্রথম ধারাবাহিক। প্রথম বারেই নায়িকার ভূমিকায়। যদিও মুর্শিদাবাদের মেয়েটির মঞ্চাভিনয়ের অভিজ্ঞতা রয়েছে। ফোনে তিনি বললেন, “অভিনয়ের কারণে কলকাতায় থাকতে হচ্ছে। দক্ষিণ কলকাতায় ভাড়া বাড়িতে থাকছি। নিজের জন্য বাড়ির খোঁজে বেরিয়েছিলাম। প্রচুর হাঁটাহাঁটি করতে হয়েছে। রাতে বাড়ি ফিরে দেখি, পা ফুলে গিয়েছে! অসহ্য যন্ত্রণা। পা পেতে হাঁটতে পারছি না। রবিবার ছুটি পেয়েছি। সারা দিন বিছানায়। টানা বিশ্রাম নিচ্ছি।”

বাঁশদ্রোণীতে এখনও একাই থাকেন মনীষা। নিজেই বাড়ি পরিষ্কার করেন। নিজের রান্না নিজেই করেন। অভিনেত্রী বলেন, “পায়ে ব্যথা নিয়েই সকালে উঠে রান্না করেছি।” সারা দিন বাড়ি থেকে বেরোননি। ছোট পর্দায় চ্যাম্পিয়ন্স ট্রফি দেখেছেন। একা একাই উত্তেজনায় ফুটেছেন। সোমবার থেকে তো আবার শুটিং, আবার তিরন্দাজি দেখাতে হবে... শুনে অভিনেত্রীর বক্তব্য, “দেখা যাক, সোমবার কতটা সুস্থ থাকি। পা ঠিক না হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement