Entertainment News

সঞ্চারীর এনগেজমেন্ট, কার সঙ্গে জানেন?

সোশ্যাল মিডিয়ায় এনগেজমেন্টের খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। গত শুক্রবারই ছিল সেই অনুষ্ঠান। সঞ্চারী যাঁর সঙ্গে এনগেজ হলেন তাঁকেও দর্শক চেনেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ১৪:২২
Share:

সঞ্চারী মণ্ডল। ছবি: সঞ্চারীর ফেসবুক পেজের সৌজন্যে।

সঞ্চারী মণ্ডল। বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ। এই মুহূর্তে ‘জয়ী’ ধারাবাহিকে তাঁর অভিনয় দেখছেন দর্শক। সেই সঞ্চারী আচমকাই এনগেজমেন্ট সেরে ফেললেন।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় এনগেজমেন্টের খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। গত শুক্রবারই ছিল সেই অনুষ্ঠান। সঞ্চারী যাঁর সঙ্গে এনগেজ হলেন তাঁকেও দর্শক চেনেন। তিনি হলেন সঙ্গীত তিওয়ারি।

সঙ্গীত প্রথমে জনপ্রিয় শো ‘মীরাক্কেল’-এর প্রতিযোগী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। কিন্তু ‘মীরাক্কেল’ শেষ হয়ে যাওয়ার পরেও সঙ্গীত ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থেকেছেন। কখনও স্ক্রিপ্ট লেখা, কখনও বা পরিচালনা— এ ভাবেই ইন্ডাস্ট্রির সদস্য হয়ে উঠেছেন সঙ্গীত। কাজের সূত্রেই সঞ্চারীর সঙ্গে তাঁর আলাপ হয়।

Advertisement

আরও পড়ুন, ব্যর্থ পরিচালক রজতাভ, সঙ্গী শোলাঙ্কি… কোথায়?

শুক্রবার দুই পরিবারের আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই আশীর্বাদ হল সঙ্গীত এবং সঞ্চারীর। ফেসবুক লাইভের মাধ্যমে সেই অনুষ্ঠানের কিছু অংশ অনুরাগীদের দেখিয়েছেন তাঁদের বন্ধুরা। এই খুশির খবরে আপাতত নতুন জুটিকে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের অনুরাগীরা।

(টলিউডের প্রেম, টলিউডের বক্ল অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা - বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement