নয়া অবতারে

‘বজরঙ্গি ভাইজানে’ আমরা তাঁকে হনুমান ভক্ত হিসেবে দেখেছিলাম। এ বার আর ভক্ত নয়, স্বয়ং ভগবানের গলায় স্বর দেবেন তিনি। বলিউড অ্যানিমেশন ছবি ‘হনুমান দা দমদারে’ হনুমানের গলায় শোনা যাবে সলমন খানকে। ছবির নির্মাতা ইউসুফ শেখ জানান, সলমন নিজেও ছবিটি নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত।

Advertisement
শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৬ ০৩:৪১
Share:

‘বজরঙ্গি ভাইজানে’ আমরা তাঁকে হনুমান ভক্ত হিসেবে দেখেছিলাম। এ বার আর ভক্ত নয়, স্বয়ং ভগবানের গলায় স্বর দেবেন তিনি। বলিউড অ্যানিমেশন ছবি ‘হনুমান দা দমদারে’ হনুমানের গলায় শোনা যাবে সলমন খানকে। ছবির নির্মাতা ইউসুফ শেখ জানান, সলমন নিজেও ছবিটি নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত। অক্টোবরে মুক্তি পেতে চলা এই ছবির অন্যান্য চরিত্রে শোনা যাবে জাভেদ আখতার, রবিনা টন্ডন, কুণাল খেমুর মতো অভিনেতাদেরও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement