Entertainment News

সলমনের নতুন জার্নি, মুক্তি পেল ‘ভারত’-এর টিজার

‘ভারত’ ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি। সলমন নিজে রয়েছেন নাম ভূমিকায়। টিজারে নিজের চরিত্রের নামের ব্যখ্যা দিয়েছেন সলমন। একজন মানুষ এবং এক জাতির জার্নি একসঙ্গে থাকবে এই ছবিতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৯ ১৩:৪৩
Share:

‘ভারত’-এর দৃশ্যে সলমন খান।

সিনে পর্দায় সলমন খান মানেই লার্জার দ্যান লাইফ একটা ব্যাপার। অন্তত এমনটাই দেখতে অভ্যস্ত তাঁর অনুরাগীরা। সেই দেখাই ফের বজায় থাকবে ‘ভারত’-এ। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবির প্রথম টিজার মুক্তি পেল শুক্রবার। তাতে সে প্রমাণই মিলছে বলে মত বলিউডের একটা বড় অংশের।

Advertisement

‘ভারত’ ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি। সলমন নিজে রয়েছেন নাম ভূমিকায়। টিজারে নিজের চরিত্রের নামের ব্যখ্যা দিয়েছেন সলমন। একজন মানুষ এবং এক জাতির জার্নি একসঙ্গে থাকবে এই ছবিতে।

‘ভারত’-এ অপর এক মুখ্য ভূমিকায় রয়েছেন ক্যাটরিনা কইফ। সলমন-ক্যাটরিনার এক সময়ের অফস্ক্রিন কেমিস্ট্রি ফের দেখা যাবে অনস্ক্রিনে। এ ছবির শুটিংয়ে খান পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও সময় কাটিয়েছিলেন ক্যাটরিনা। সে সব ছবি শেয়ারও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে প্রথম টিজারে সেই কেমিস্ট্রির ঝলক নেই।

Advertisement

আরও পড়ুন, বলিউডে নভ্যার এন্ট্রি চান না বচ্চন পরিবারেরই এক সদস্য!

সলমন-ক্যাটরিনা ছাড়াও দিশা পাটানি এবং তব্বু রয়েছেন বিশেষ চরিত্রে। এ ছবির মাধ্যমেই বলিউডে কামব্যাক করার কথা ছিল প্রিয়ঙ্কা চোপড়ার। কিন্তু ব্যক্তিগত কারণে ব্যস্ত থাকার জন্য এই ছবির অফার ফিরিয়ে দেন পিগি চপস। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ইদে মুক্তি পাবে এই ছবি।

(মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement