প্রথম বার সন্তানকে দেখে কী হয় ভারতীর? ছবি: সংগৃহীত।
দ্বিতীয় বার মা হয়েছেন ভারতী সিংহ। তবে সেই অভিজ্ঞতা মোটেই মসৃণ ছিল না। জটিলতা থাকায় তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হয়েছিল তাঁকে। তাই সন্তানকে প্রথম নিজের চোখে দেখে ভেঙে পড়েছিলেন ভারতী। ঠিক কী অবস্থা হয়েছিল তাঁর, জানালেন কৌতুকশিল্পী।
ভারতী ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া দ্বিতীয় পুত্রসন্তানের নাম রেখেছেন কাজু। জন্মের পরেই কাজুকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকেরা। পরিস্থিতিতে বেশ উদ্বিগ্ন হন ভারতী। তাই হাসপাতালে থাকতে হয় তাঁকেও। কৌতুকশিল্পী তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন। দেখা যাচ্ছে, সদ্যোজাতকে কোলে করে নিয়ে আসছেন এক নার্স। তিনিই ভারতীর কোলে তুলে দেন খুদেকে। প্রথমে নিজের সন্তানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন ভারতী। তার পর তাঁর চোখে জল চলে আসে। কোলে নিয়ে সন্তানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন তিনি।
ভিডিয়োয় ভারতী বলেন, “অবশেষে কাজুর সঙ্গে দেখা হল। কী মিষ্টি! কিছুক্ষণ আগে গোলা আর হর্ষও এখানে ছিল। আর একটু আগে কাজুকে নিয়ে এলে ওদের সঙ্গেও দেখা হয়ে যেত।”
চিকিৎসকেরা সদ্যোজাতকে পর্যবেক্ষণে রাখলেও, সে এখন ভাল আছে। আশ্বস্ত করেন ভারতী। তিনি বলেন, “কাজু সুস্থ আছে। ঈশ্বরের কৃপায় ও যেন সব সময়ে সুস্থ থাকে। ও খুব সুন্দর ও মিষ্টি একটা বাচ্চা।”
উল্লেখ্য, ১৯ ডিসেম্বর সকালে বাড়িতেই ছিলেন ভারতী। সেই সময় আচমকাই ‘ওয়াটারব্রেক’ হয় ভারতীর। শরীর থরথর করে কাঁপতে শুরু করে, তিনি বুঝতে পারেন প্রসবের সময় আসন্ন। তড়িঘড়ি তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছোটেন। সে দিনই পুত্রসন্তানের মা হন। যদিও ভারতী বলেন, “আমার আসলে কোনও অনুভূতি আসছে না। জানি না কাজুকে কখনও ভালবাসতে পারব কি না! এখনও পর্যন্ত সন্তানের ভালবাসা আমি গোলার (বড় ছেলে) প্রতিই অনুভব করছি।”