Bhaswar Chatterjee

Bhaswar: যৌনকর্মী ও তাঁদের সন্তানদের পাশে দাঁড়াচ্ছেন ভাস্বর, পুজোয় শাড়ি, পোশাক উপহার দেবেন

ভাস্বরের মতে, ‘যাঁদের ঘরের মাটি ছাড়া প্রতিমা তৈরি হয় না, তাঁদের সম্মান জানাতে চাই।’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪৫
Share:

‘‘যাঁদের ঘরের মাটি ছাড়া প্রতিমা তৈরি হয় না, তাঁদের সম্মান জানাতে পাশে থাকতে চাই।’’

অতিমারির সময়েও যৌনকর্মীদের পাশে ছিলেন ভাস্বর চট্টোপাধ্যায়। নিজে রেশন, খাবার, প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়েছিলেন কালীঘাট, সোনাগাছি সহ কলকাতার একাধিক যৌনপল্লিতে। পুজোতেও তাঁদের জন্য কিছু করতে চান তিনি। সেই ভাবনা থেকেই অভিনেতার মায়ের নামে প্রতিষ্ঠিত অপর্ণা ফাউন্ডেশন এবং বাগধারা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা একযোগে সাহায্যের হাত বাড়াতে চলেছে। আনন্দবাজার অনলাইনকে অভিনেতা জানিয়েছেন, ‘‘যাঁদের ঘরের মাটি ছাড়া প্রতিমা তৈরি হয় না, তাঁদের সম্মান জানাতে পাশে থাকতে চাই। কারণ, যে কোনও শুভ বা আনন্দ অনুষ্ঠানে এঁরা ব্রাত্য। বাঙালির সেরা উৎসবে তাঁদের জন্য কিছু করতে পারলে খুব ভাল লাগবে।’’

ভাস্বর জানিয়েছেন, সোনাগাছি অঞ্চলের যৌনকর্মীদের ১২০ জন সন্তানকে দুই সংগঠন মিলে পুজোর জামা উপহার হিসেবে তুলে দেবে। ২০ জন যৌনকর্মীকে দেবে শাড়ি। ৪ অক্টোবর, মহালয়ার দু’দিন আগে এই উপহার পৌঁছে দেবেন তাঁরা।

Advertisement

‘স্ত্রীর পত্র’-র শ্যুট করতে গিয়ে বক্সার চা বাগানে শাহরুখ খানের ভঙ্গিতে ছবি তুলতে দেখা গিয়েছে ভাস্বরকে।

পাশাপাশি, কাজের দিক থেকেও ব্যস্ত ভাস্বর। নতুন ছবি ‘স্ত্রীর পত্র’-র বহির্দৃশ্যের কাজ শেষ করে সদ্য ভুটান সীমান্ত থেকে ফিরেছেন। ছবির শ্যুট হয়েছে বক্সার জঙ্গলে, স্থানীয় চা বাগানে। সেখানে শাহরুখ খানের ভঙ্গিতে ছবি তুলতেও দেখা গিয়েছে তাঁকে। আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, ১৯৭২-এ রবীন্দ্রনাথের কাহিনি অবলম্বনে ‘স্ত্রীর পত্র’ বড় পর্দায় এনেছিলেন পূর্ণেন্দু পত্রী। সেই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায়। সেই ছবির অনুষঙ্গ এই ছবিতেও থাকছে। অভিনেতার দাবি, ‘‘পূর্ণেন্দুবাবু যেখানে ছবি শেষ করেছিলেন, সেখান থেকে নতুন ভাবে গল্প এগিয়ে নিয়ে যাবেন নতুন দুই পরিচালক শ্বেতা বসু এবং অয়ন সেন।’’ ছবিতে ভাস্বর ছাড়াও রয়েছেন লিলি চক্রবর্তী, জয় সেনগুপ্ত, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, শ্রাবণী ঘোষ প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন