Operation Sindoor 2025

আরও এক বার ‘দাতা কর্ণ’ ভুবন! এ বার দেশের জন্য কোন খাতে, কী পরিমাণ অর্থ দান করলেন?

এর আগেও অনেক বার দেশের নানা প্রয়োজনে এগিয়ে এসেছেন তিনি। কখনও করোনার জন্য মুক্ত হস্তে দান করেছেন। কখনও প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ১০:৩১
Share:

উপার্জন দান করলেন ভুবন বাম। ছবি: ফেসবুক।

তাঁর দান নিয়ে চর্চার অন্ত নেই। তাঁর দেশপ্রেমও উদাহরণের যোগ্য, বলে বলিউড। কখনও করোনাকালে নিজের উপার্জনের বড় অংশ তুলে দিয়েছেন অনায়াসে। কখনও দেশের নানা সমস্যায় প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোটা অঙ্কের অর্থ দান করেছেন। ‘অপারেশন সিঁদুর’-এর পর ইউটিউবার ভুবন বাম আরও এক বার ‘দাতা কর্ণ’। এ বার ‘ব্র্যান্ড এনডোর্সমেন্ট’-এর পুরো টাকাটাই দিয়ে দিলেন ‘ন্যাশনাল ডিফেন্স ফ্রন্ট’ বা ভারতীয় প্রতিরক্ষা বাহিনিকে।

Advertisement

ভুবনের এই কর্মকাণ্ড এই প্রথম নয়। এর আগে করোনাকালে ১০ লক্ষ টাকা দান করেছিলেন তিনি। এ ছাড়াও, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে আপতকালীন সময়ে অর্থ দান করে নজির গড়েছেন। দেশের প্রতি তাঁর কর্তব্য পালন করেছেন। বলিউডে এখন তাই ‘সোনু সুদ ২.০’ ভার্সন হিসাবে পরিচিত ভুবন। একাধিক সাক্ষাৎকারে ইউটিউবারের দাবি, “প্রচারের খাতিরে এই কাজ করি না। নিজের দেশকে ভালবাসি। দেশের প্রতি কর্তব্য পালনের তাগিদ বোধ করি। সেই তাগিদ থেকেই সামান্য যে টুকু পারি করার চেষ্টা করি।”

ভুবনের নয়া দানের কথা ছড়িয়ে পড়তেই আপ্লুত তাঁর অনুরাগীরা। তাঁদের মতে, কৌতুকশিল্পী এবং ইউটিউবারের এই ধরনের পদক্ষেপ এই প্রজন্মের মনে দেশের প্রতি ভালবাসার জন্ম দিচ্ছে। উদাহরণ তৈরি করছে আগামী প্রজন্মের কাছে। যাঁরা ভুবনকে অনুসরণ করেন তাঁরাও আগামীতে তাঁর মতো করে দেশের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, আশা তাঁদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement