Entertainment News

বিগ বস ১১-র ঘর থেকে বাদ ঢিনচ্যাক পূজা

রবিবার রাতে অনুষ্ঠানের সঞ্চালক সলমন খান জানিয়ে দেন,মনোনীত আট প্রতিযোগীর মধ্যে পূজা জৈন ওরফে ঢিনচ্যাক পূজা বাদ পড়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৭ ১৮:০৯
Share:

বিগ বস ১১-র হাউজ থেকে বাদ পড়লেন ঢিনচ্যাক পূজা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

ইউটিউব সেনসেশন ঢিনচ্যাক পূজা বাদ পড়লেন বিগ বস ১১-র ঘর থেকে। ওয়াইল্ড কার্ডে এন্ট্রি পেয়ে সপ্তাহ তিনেক আগেই জনপ্রিয় গেম শো বিগ বসের ঘরে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন পূজা।

Advertisement

আরও পড়ুন, ‘বালিকা বধূ’ বিভার ইনস্টাগ্রাম অ্যালবাম দেখেছেন?

আরও পড়ুন, বিগ বসের কালো কুঠুরিতে শাস্তি পেলেন কারা?

Advertisement

রবিবার রাতে অনুষ্ঠানের সঞ্চালক সলমন খান জানিয়ে দেন,মনোনীত আট প্রতিযোগীর মধ্যে পূজা জৈন ওরফে ঢিনচ্যাক পূজা বাদ পড়েছেন।

‘সেলফি ম্যায়নে লে লি আজ’ ও ‘সোয়াগ ওয়ালি টোপি’র মতো ইউটিউবের একাধিক হিট গানের গায়িকা পূজা অবশ্য জানিয়েছেন,সুযোগ পেলে ফের বিগ বসের ঘরে যাবেন তিনি। পূজার মন্তব্য, ‘‘সবাই এখানে জিততে আসে। আমিও এসেছিলাম। কিন্তু আমি কোনও খেলা খেলতে আসিনি। আমি সবার সঙ্গে বেশি কথা বলি না বলেই হয়তো দর্শক আমায় পছন্দ করেননি।’’

তবে বিগ বসের ঘর থেকে কোনও বন্ধু কি তৈরি হল ঢিনচ্যাক পূজার? এই প্রশ্নের উত্তরে সোশ্যাল প্ল্যাটফর্ম সেলিব্রিটির দাবি, ‘‘আমি আরশি খান ও বিকাশ গুপ্তকে মিস করব।’’

বিগ বসের ঘরে প্রবেশের আগে পূজা জানিয়েছিলেন, সলমন খানের সঙ্গে দেখা হওয়া তাঁর জীবনের একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো। বলিউডের ‘ভাইজান’-এর প্রসঙ্গে পূজা বলেন, ‘‘সলমন খুব ভাল মানুষ। সব সময় ওঁকে সুন্দর দেখতে লাগে। সলমন আমার গান গেয়েছে। এটা আমি সারা জীবন মনে রাখব।’’

তবে আরও কিছু দিন বিগ বসে থাকতে পারলে ভাল হত বলে আফশোসও করেন পূজা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement