কৃষ পাঠককে বিয়ে করে কটাক্ষের শিকার সারা খান। ছবি: সংগৃহীত।
‘বিগ বস্’-এর ঘরে গিয়ে আলি মার্চেন্টকে বিয়ে করেছিলেন সারা খান। সেই সম্পর্ক পরে ভেঙে যায়। তার পরে নানা সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। এ বার বিয়ে করে থিতু হলেন ছোটপর্দার অভিনেত্রী। কৃষ পাঠক নামে এক প্রযোজকের সঙ্গে আইনি মতে বিয়ে সারলেন তিনি। খবর প্রকাশ্যে আসার পর থেকেই সারার দিকে ধেয়ে আসছে কটাক্ষ।
৮ অক্টোবর বিয়ে করেছেন সারা ও কৃষ। হাতে লাল চুড়ি, পরনে নীল চুড়িদার ও সিঁথিতে সিঁদুর— এই বেশে দেখা গিয়েছে তাঁকে। নেটাগরিকের একাংশ শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। কিন্তু নিন্দকেরা তাঁকে ভিনু্ধর্মে বিয়ের জন্য আক্রমণ করেছেন। তাঁদের বক্তব্য, সারা ভিন্ধর্মে বিয়ে করে বিরাট পাপ করেছেন। ধর্ম অনুযায়ী, কখনওই এই বিয়ে মেনে নেওয়া যায় না।
এক নেটাগরিক সারার উদ্দেশে লিখেছেন, “এটাকে স্বাভাবিক ভাবে মেনে নেওয়া যায় না। ভারতে হয়তো ভিন্ধর্মে বিয়ে আইনত বৈধ। কিন্তু তোমার ধর্মে এই বিয়ের অনুমতি নেই।”
আর এক নেটাগরিক প্রশ্ন তুলেছেন, “সকলে এত শুভেচ্ছা কেন জানাচ্ছেন? কৃষ কি সারাকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেছেন? যদি করে থাকেন, তা হলে শুভেচ্ছা জানাব। না হলে এটা বড় ভুল। নিজের ধর্মকে ভাল করে জেনে বিয়েটা করা উচিত। মহিলাদের অন্য ধর্মে বিয়ে করার অনুমতি নেই। যতই যুক্তি দাও, এই বিয়ের কোনও বৈধতা নেই।”
সারা ও কৃষের ছবির মন্তব্য বিভাগে আর একজন লিখেছেন, “একটু লজ্জা বোধ করো। জাহান্নমে যাওয়া উচিত।” তবে এই সব মন্তব্যে কোনও প্রতিক্রিয়া দেননি সারা বা কৃষ কেউই।