সঞ্জয় কপূরের স্ত্রী প্রিয়া কপূরকে কটাক্ষ।
সঞ্জয় কপূরের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে তরজা থামছে না। করিশ্মা কপূরের সন্তানদের দাবি, তারা তাদের বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে। সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া কপূর দলিল জাল করেছেন। করিশ্মার সন্তান অর্থাৎ কিয়ান ও সামাইরার আইনজীবী মহেশ জেঠমলানী এ বার রূপকথার গল্প ‘সিনড্রেলা’র সৎমায়ের সঙ্গে প্রিয়ার তুলনা করলেন।
গল্পে দেখা যায়, সিন়ড্রেলাকে নানা ভাবে বিপাকে ফেলার চেষ্টা করে তার সৎমা। সিনড্রেলাকে কোনও ভাবেই সফল হতে দেয় না সে। নানা ছলেবলে সিনড্রেলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে। এমন এক চরিত্রের সঙ্গে প্রিয়ার তুলনা করেন আইনজীবী।
মহেশ জেঠমলানী আদালতেই বলেন, “এ তো পুরো সিনড্রেলার সৎমায়ের মতো।” আগেও আইনজীবী দাবি করেছিলেন, সব রকমের সম্পত্তি থেকে করিশ্মার দুই সন্তানকে বঞ্চিত করা হচ্ছে। ৩০ হাজার কোটির সম্পত্তির মধ্যে মাত্র ১৯ কোটি টাকার সম্পত্তি দেওয়া হচ্ছে তাদের। এই শুনে আবার প্রিয়ার আইনজীবী পাল্টা প্রশ্ন তুলেছিলেন, “ওদের আর কত চাই?”
সম্প্রতি দিল্লি হাইকোর্টে মহেশ জেঠমলানী পাল্টা প্রশ্ন তোলেন, “আসল লোভীটা কে? ইতিমধ্যেই সম্পত্তির সিংহভাগ নিজে নিয়েছেন। তা ছাড়াও নিজের পুত্রের জন্য এবং নিজের ট্রাস্ট-এর জন্য সম্পত্তির ভাগ পেয়েছেন।”
মহেশের দাবি, সম্পত্তি ভাগাভাগি নিয়ে অহেতুক তাড়াহুড়ো করছিলেন প্রিয়া সচদেব। অন্যরা যাতে তাঁদের প্রাপ্য ঠিক ভাবে না পান, তাই এমন তাড়াহুড়ো করছিলেন তিনি। দলিলেও ফাঁক রয়েছে বলে দাবি করেছেন করিশ্মার সন্তানের আইনজীবী।
উল্লেখ্য, চলতি বছরের ১২ জুন মৃত্যু হয়েছিল সঞ্জয় কপূরের। গলায় মৌমাছি আটকে যাওয়ায় হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।