Zubeen Garg demise

‘খুব শীঘ্রই জানা যাবে, জ়ুবিনের মৃত্যু দুর্ঘটনা না কি খুন’, তদন্তে বড় প্রমাণ প্রকাশ করলেন গায়ক রবিন

জ়ুবিনের মৃত্যুতদন্তের জন্য গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। বুধবার এসআইটি’র মুখোমুখি হন রবিন এবং তাঁদের হাতে বেশ কিছু প্রামাণ্য তথ্য তুলে দেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ২০:২৭
Share:

জ়ুবিনের তদন্তে কোন তথ্যের কথা বললেন মানস রবিন? ছবি: সংগৃহীত।

জ়ুবিন গার্গের মৃত্যুর তদন্ত চলছে। সম্প্রতি গ্রেফতার হয়েছেন গায়কের এক তুতোভাই। এ বার সঙ্গীত পরিচালক তথা গায়ক মানস রবিন তদন্তকারী দলের হাতে তুলে দিলেন বড় প্রমাণ।

Advertisement

জ়ুবিনের মৃত্যুতদন্তের জন্য গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। বুধবার এসআইটি’র মুখোমুখি হন রবিন এবং তাঁদের হাতে বেশ কিছু প্রামাণ্য তথ্য তুলে দেন তিনি। তদন্তকারী দলের আধিকারিকদের সঙ্গে কথা বলে বেরিয়ে এসে সংবাদমাধ্যমকে এমনটাই জানান তিনি।

রবিন বলেন, “আজ এসআইটি-র সঙ্গে দেখা করে তাঁদের হাতে বেশ কিছু তথ্য তুলে দিয়েছি। বিভিন্ন জায়গা থেকে এইসব তথ্য আমি জোগাড় করেছি। এই তথ্য তদন্তকারী দলের কাজে লাগবে বলে আমার মনে হয়। আমাদের প্রিয় জ়ুবিন গার্গের এমন অকাল ও রহস্যমৃত্যুর নেপথ্যে কী থাকতে পারে, তা বুঝতে সাহায্য করতে পারে এই তথ্যগুলি।”

Advertisement

কিন্তু কী ধরনের প্রামাণ্য তথ্য তিনি এসআইটি-র হাতে তুলে দিয়েছেন, তা প্রকাশ্যে আনতে চাননি রবিন। এইসব তথ্য তদন্তে কাজে লাগতে পারে বলেই সেগুলি গোপন রাখতে চেয়েছেন তিনি। গায়ক বলেছেন, “এটা আমার ব্যক্তিগত বিশ্বাস নয়। এগুলি আমি বিভিন্ন জায়গা থেকে একত্র করেছি। আমি বিশ্বাস করি, এসআইটি এই তথ্যগুলি দায়িত্বসহকারে ব্যবহার করবে। আমার ওঁদের সঙ্গে বিশদে কথা হয়েছে। আমি মানি, তদন্ত সঠিক দিকেই ওঁরা নিয়ে যাচ্ছেন। আমরা আশাবাদী, খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে, এটা দুর্ঘটনা না কি খুন বা ষড়যন্ত্র।”

রবিন জানিয়েছেন, আরও আগেই তিনি এই তথ্যগুলি তুলে দিতে চেয়েছিলেন। অবশেষে বুধবার সেই কাজ করতে পেরে তিনি স্বস্তিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement