Priyanshu AKA Babu Chhetri dies

খুন অমিতাভের সহ-অভিনেতা! মদ্যপ অবস্থায় বন্ধুর হাতে মর্মান্তিক পরিণতি, অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার দেহ

জানা যাচ্ছে, বন্ধুর হাতে খুন হয়েছেন প্রিয়াংশু। মদ্যপ অবস্থায় বন্ধুর সঙ্গে বচসা। সেখান থেকে হাতাহাতি এবং শেষে এই ভয়ঙ্কর পরিণতি হয় ২১ বছরের তরুণের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৯:২৯
Share:

অমিতাভের সহ-অভিনেতা প্রিয়াংশুর রহস্যমৃত্যু। ছবি: সংগৃহীত।

বলিউডে ফের অঘটন। একসময় অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। খুন হলেন ২১ বছর বয়সি সেই অভিনেতা প্রিয়াংশু। তিনি বাবু রবি সিংহ ছেত্রী নামেও পরিচিত।

Advertisement

জানা যাচ্ছে, বন্ধুর হাতে খুন হয়েছেন প্রিয়াংশু। মদ্যপ অবস্থায় বন্ধুর সঙ্গে বচসা শুরু হয়। তার পর হাতাহাতি এবং শেষে এই ভয়ঙ্কর পরিণতি হয় ২১ বছরের তরুণের। বুধবার ঘটনাটি ঘটেছে নাগপুরে। ২০২২ সালে হিন্দি ছবি ‘ঝুন্ড’-এ অমিতাভের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। সেই ছবিতেই প্রিয়াংশুর চরিত্রের নাম ছিল বাবু ছেত্রী।

অভিযুক্ত বন্ধুর নাম ধ্রুব লাল বাহাদুর সাহু বলে জানা গিয়েছে। তাঁর বয়স ২০। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রিয়াংশু ও অভিযুক্ত পরস্পরের খুব ভাল বন্ধু ছিলেন। মঙ্গলবার মধ্যরাতে নাগপুরের জরিপাকতায় এক পরিত্যক্ত বাড়িতে মদ্যপান করতে গিয়েছিলেন প্রিয়াংশু। তখনই দু’জনের মধ্যে বচসা বাধে। প্রথমে নাকি তিনিই বেশ কয়েক বার হুমকি দিয়েছিলেন। তার পরে তাঁকে তার দিয়ে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান ধ্রুব। বুধবার অর্ধনগ্ন অবস্থায় প্রিয়াংশুকে উদ্ধার করেন স্থানীয়েরা। তখনও বেঁচেছিলেন তিনি। সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত বলে জানানো হয়।

Advertisement

নাগরাজ মনজুলে পরিচালিত ছবি ‘ঝুন্ড’-এ অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন প্রিয়াংশু। ছবিটি ছিল নাগপুরের এক সমাজকর্মী বিজয় বার্সের জীবনীচিত্র। পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ফুটবল দল গঠন করেছিলেন তিনি। তাঁর প্রশিক্ষণে কী ভাবে সেই শিশুরা জীবনে এগিয়েছিলেন, তা-ই উঠে আসে এই ছবিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement