রহস্যের খোঁজে বিক্রম

পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কিন্তু মাথায় ঘুরছে ছবি তৈরির পোকা। তাই চাকরিতে ইস্তফা দিয়ে ‘খোঁজ’-এর জন্য ক্যামেরার পিছনে অর্ক গঙ্গোপাধ্যায়। তাঁর ফিল্মি ব্যাকগ্রাউন্ড অবশ্য এ ব্যাপারে কাজে এসেছে।

Advertisement
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ০০:৪৮
Share:

ছবিতে বিক্রম চট্টোপাধ্যায়

পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কিন্তু মাথায় ঘুরছে ছবি তৈরির পোকা। তাই চাকরিতে ইস্তফা দিয়ে ‘খোঁজ’-এর জন্য ক্যামেরার পিছনে অর্ক গঙ্গোপাধ্যায়। তাঁর ফিল্মি ব্যাকগ্রাউন্ড অবশ্য এ ব্যাপারে কাজে এসেছে।

Advertisement

অর্কর মা লীনা গঙ্গোপাধ্যায় টলিউডে পরিচিত নাম। সম্প্রতি ‘মাটি’ ছবিটি পরিচালনা করছেন। অর্কও ছোট পরদায় কিছু দিন কাজ করেছেন। জি বাংলা ওরিজিন্যালসের জন্য ছবি ভাবতে গিয়েই মাথায় আসে প্রথম ছবির স্ক্রিপ্ট। অর্ক তাঁর ডেবিউ ফিচার ফিল্মের জন্য বেছে নিয়েছেন থ্রিলার। বললেন, ‘‘সিনেমা তৈরির ভাবনা-চিন্তা খুব বেশি দিনের নয়। ছোট পরদার জন্য ছবি বানাতে গিয়ে দেখলাম, ওই বাজেটে ছবি করতে গেলে নিজেদেরই পরিচালনা-সহ বাকি দায়িত্বগুলো নিতে হয়। সেই থেকে নির্দেশনার ভাবনা।’’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, শতাফ ফিগার। ‘খোঁজ’-এর গল্প, স্ক্রিনপ্লে সবটাই পরিচালকের। ব্যাকগ্রাউন্ড স্কোর রাজা নারায়ণ দেবের। একাধিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে অর্কর ছবি।

গল্প অনুযায়ী, এক পুলিশ কাজের প্রয়োজনে একজন ডাক্তারের বাড়িতে যায়। বাড়ি থেকে ক্রমাগত কোনও মহিলার চিৎকার ভেসে আসতে থাকে। ডাক্তার পুলিশটিকে বাড়িতে ঢুকতে দেয় না। অসংলগ্ন কথাও বলে। প্রতিবেশীদের থেকে খোঁজ নিয়ে পুলিশটি সন্দেহজনক তথ্য জানতে পারে। রহস্য ক্রমশ জমাট বাঁধতে থাকে।

Advertisement

ডাক্তারের চরিত্রে শতাফ। বিক্রম করছেন পুলিশের চরিত্রটা। নেপাল বর্ডার এলাকায় শ্যুট করা হয়েছে। ছবিতে বৃষ্টির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পরিচালক জানালেন, বৃষ্টির মধ্যেই শ্যুট করেছেন তাঁরা। রহস্য যে বৃষ্টিতে ভাল জমে, সেটা তো বলাই বাহুল্য। ‘খোঁজ’ মুক্তি পাওয়ার কথা আগামী মে মাসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন