বিয়ে হয়েছে মাত্র এক মাস। এর মধ্যেই তাঁকে পরীক্ষা দিতে হল। সকলের সামনে দেখাতে হল তিনি কেমন বউ? বরকে পাশে নিয়ে সে পরীক্ষা দিলেন বিপাশা বসু।
সম্প্রতি একটি জনপ্রিয় হিন্দি টেলিভিশন শো-তে হাজির ছিলেন বিপাশা বসু এবং কর্ণ সিংহ গ্রোভার। সেখানে উপস্থিত দর্শকদের কাছে বিপস্কে পরীক্ষা দিতে হয় তিনি কেমন ঘরণী। আদৌ ঘরের কোনও কাজ করতে পারেন কি?
প্রথমে কর্ণের জামার বোতাম সেলাই করতে বলা হয় নায়িকাকে। উত্তরে বিপাশা বলেন, তিনি জীবনে কখনও কোনও কিছু সেলাই করেননি। এর পরের কাজ ছিল বরকে টাই বেঁধে দেওয়া। হ্যাঁ এ কাজটা মোটামুটি উতরে দিয়েছেন তিনি। বিয়ের পর এই শোতেই প্রথম অনস্ক্রিন দেখা যাবে দম্পতিকে।
আরও পড়ুন