মেহেন্দিতে ফুলের গয়নায় সাজলেন বিপাশা

লভ ইজ ইন দ্য এয়ার। এটাই এখন মুম্বইয়ের সেলেব বসু পরিবারের আবহ সঙ্গীত। দীর্ঘ অপেক্ষার পালা শেষ। আর কয়েক ঘণ্টার মধ্যেই বিপাশা বসু এবং কর্ণ সিংহ গ্রোভারের চার হাত এক হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৬ ১৫:৪৪
Share:

লভ ইজ ইন দ্য এয়ার। এটাই এখন মুম্বইয়ের সেলেব বসু পরিবারের আবহ সঙ্গীত।

Advertisement

দীর্ঘ অপেক্ষার পালা শেষ। আর কয়েক ঘণ্টার মধ্যেই বিপাশা বসু এবং কর্ণ সিংহ গ্রোভারের চার হাত এক হবে। মুম্বইয়ের বাংলোতে সকালে বাঙালি মতে পুজো হওয়ার পর শুরু হয়েছে মেহেন্দির অনুষ্ঠান। আত্মীয়, বন্ধুদের উপস্থিতিতে বিপাশা সেজেছেন বেবি পিঙ্ক লেহেঙ্গায়। নায়িকার তুতো বোন বিজয়েতা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই ছবি। ফুলের গয়নায় লাজুক কনে দু’হাত ভরা মেহেন্দি ফ্রেমবন্দি করেছেন। দেখুন সেই ছবি।

আরও পড়ুন, লাল বেনারসীতে সাজবেন বিপাশা?

Advertisement


শিল্পা এবং শমিতার সঙ্গে বিপাশা। ছবি: ইন্সটাগ্রামের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement