Entertainment News

বার্থ ডে গার্ল ভানুরেখা গণেশন, বলিউডের ‘রহস্যময়ী’ রেখা

১৯৫৪ সালে চেন্নাইতে জন্ম। বলিউডের নজরকাড়া সুন্দরীদের অন্যতম। আসল নাম ভানুরেখা গণেশন। পরে বলিউডের রেখা তিনি। আজ ৬৩ বছরের জন্মদিনে তাঁর গ্ল্যামার, তাঁর স্টাইল, তাঁর রূপ, তাঁর রহস্যে মোড়া জীবনকে এক ঝলকে ফিরে দেখা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৭ ১৪:৪৪
Share:
০১ ১০

রেখার জীবন নিয়ে অনেক গল্প-কথা রয়েছে। তবে কোনওদিনই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেননি রেখা। বলিউডের ‘রহস্যময়ী’ রেখার আজ ৬৩ তম জন্মদিন।

০২ ১০

১৯৫৪ সালে চেন্নাইয়ে জন্ম। আসল নাম ভানুরেখা গণেশন। পরে বলিউডে তাঁর নাম হয় রেখা।

Advertisement
০৩ ১০

শিশুশিল্পী হিসেবে তামিল ছবিতে হাতেখড়ি। পরে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। রাজ্যসভার সাংসদও হয়েছেন নায়িকা।

০৪ ১০

ঝুলিতে অসংখ্য পুরস্কার পদ্মশ্রী রেখার। ফিল্ম ফেয়ারের মঞ্চে পুরস্কার বিতরণের সময় শাহরুখের সঙ্গে রেখা।

০৫ ১০

চিরকালই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। দু’বার বিয়ে করেছিলেন অভিনেত্রী। তবে দুই স্বামীই প্রয়াত।

০৬ ১০

১৯৮২ সালে ‘চক্র’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন স্মিতা পাটিল। রেখার হাতে সেই পুরস্কার পেয়েছিলেন স্মিতা। দেখুন সেই দুর্লভ ছবি।

০৭ ১০

১৯৮৫-তে শাবানা আজমির সঙ্গে ফিল্মফেয়ারের মঞ্চে রেখা।

০৮ ১০

অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক বলিউডের চিরকালীন চর্চার বিষয়। আজও দু’জনের প্রেম সিনে দুনিয়ার ‘গসিপ টপিক’।

০৯ ১০

চিরকালই নিজের স্টাইল, গ্ল্যামার এবং ড্রেসিং সেন্সে নজর কেড়েছেন নায়িকা। তবে সবচেয়ে বেশি শাড়ি পরতে পছন্দ করেন তিনি।

১০ ১০

পশ্চিমী পোশাকেও নিজস্ব স্টাইল স্টেটমেন্ট রয়েছে রেখার। বরুণ ধবনের সঙ্গে একটি ফ্যাশন ফটোশুটের কাজে গিয়েছিলেন রেখা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement