আবার প্রথম প্রেমে বিশ্বনাথ

অভিনয়ের হাতেখড়ি থিয়েটারে। তারপর রুপোলি পর্দা। কিন্তু পরদায় জনপ্রিয়তার জন্য প্রথম প্রেম থিয়েটারের কাছ থেকে সরে গিয়েছিলেন বিশ্বনাথ। প্রথম প্রেমকে কি এত সহজে ভোলা যায়?

Advertisement

ঊর্মি নাথ

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৭ ০০:০০
Share:

অভিনয়ের হাতেখড়ি থিয়েটারে। তারপর রুপোলি পর্দা। কিন্তু পরদায় জনপ্রিয়তার জন্য প্রথম প্রেম থিয়েটারের কাছ থেকে সরে গিয়েছিলেন বিশ্বনাথ। প্রথম প্রেমকে কি এত সহজে ভোলা যায়? হয়তো না। তাই পাড়ার কয়েকজন উৎসাহী ছেলেকে নিয়ে সম্প্রতি তিনি তৈরি করেছেন থিয়েটার গ্রুপ ‘চরৈবেতি... একটি প্রয়াস’। ‘‘কয়েকদিন আগে চরৈবেতি নামে আমি একটি গল্প সংকলন প্রকাশ করেছি। ওই নামটাই দিলাম থিয়েটার গ্রুপটির। পাড়ার ছেলেরা ছাড়াও আমাদের সঙ্গে আছে ‘নান্দীকার’-এর নাট্যকর্মী বিশ্বজিৎ। গ্রুপের লোগো তৈরি করে দিয়েছেন আমার স্ত্রী,’’ বললেন বিশ্বনাথ। চরৈবেতির প্রথম শো ২৪ মার্চ, যোগেশ মাইম থিয়েটারে। মঞ্চস্থ হবে মনোজ মিত্রের ‘মহাবিদ্যা’।

Advertisement

৯ এপ্রিল চরৈবেতির দ্বিতীয় নাটক ‘ফেস অফ’। দুটি নাটকের প্রচার একটু অন্যরকমভাবে করছেন বিশ্বনাথ। ‘‘কার্টুন এঁকে পোস্টার করেছি। কার্টুন ও বিশ্বনাথ এই দুটো উপাদান দেখে লোকে কমেডি ভাববে। কিন্তু...’’ কথা শেষ করলেন না বিশ্বনাথ। জানা গেল, তাঁর পাটুলির ফ্ল্যাটে এখন জোর কদমে চলছে নাটকের রিহার্সাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement