Aamir Khan

গৌরীকে বিয়েটা করেই ফেললেন! নতুন প্রেমিকার সঙ্গে তৃতীয় বার বিবাহ নিয়ে কী জানালেন আমির?

বেঙ্গালুরু নিবাসী প্রেমিকার সঙ্গে কী ভাবে দেখা, কবে থেকে প্রেম— সব জানিয়েছিলেন অভিনেতা। পরিবারের সকলের সঙ্গে গৌরীর আলাপচারিতা পর্বও সারা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ১৪:৫৯
Share:

গৌরীকে বিয়ে করলেন আমির? ছবি: সংগৃহীত।

নতুন প্রেমিকাকে বিয়ে করেই ফেললেন আমির খান? মার্চ মাসে নিজের জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন আমির। বেঙ্গালুরু নিবাসী প্রেমিকার সঙ্গে কী ভাবে দেখা, কবে থেকে প্রেম, সব জানিয়েছিলেন অভিনেতা। পরিবারের সকলের সঙ্গে গৌরীর আলাপচারিতা পর্বও সারা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। এ বার বললেন, গৌরীর সঙ্গে বিয়েটাও নাকি হয়ে গিয়েছে তাঁর।

Advertisement

দু’বার বিবাহবিচ্ছেদের পরে অবশেষে গৌরীর মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন বলে জানিয়েছিলেন আমির। বিয়ের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে আমির বলেন, “গৌরী ও আমি দু’জনই এই সম্পর্ককে খুবই গুরুত্ব দিচ্ছি। আমরা পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তো সঙ্গী। আমরা একসঙ্গেই আছি। বলা ভাল, মন থেকে আমি ইতিমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত।” বাস্তবে বিবাহবন্ধনে ফের আবদ্ধ হবেন কি না, সে সিদ্ধান্ত নেবেন গৌরীর সঙ্গে এই সফর থেকেই, জানিয়েছেন আমির।

গৌরী বেঙ্গালুরু নিবাসী। তাঁর বয়স এখন ৪৬। তিনি এক পুত্রসন্তানের মা। অন্য দিকে আমির কিছু দিন আগেই ৬১ বছরে পা রেখেছেন। দু’জনের বয়সের ব্যবধান ১৪ বছর। বর্তমানে মুম্বইয়ের একটি বাড়িতে একত্রবাস করছেন তাঁরা।

Advertisement

২০২১-এ দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে বিচ্ছেদ হয় আমিরের। যৌথ ভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা। তার পরে আমিরের নাম জড়িয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে। তবে আমিরের বক্তব্য, “আমি এমন একজনকে খুঁজছিলাম, যার মধ্যে আমি শান্তি খুঁজে পাব। যার সঙ্গ আমাকে শান্তি দেবে। তখনই আমার জীবনে গৌরী আসে।” অন্য দিকে গৌরী বলেছেন, “আমি জীবনে একজন দয়ালু ও ভদ্র মানুষকে চাইছিলাম।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement